কুরবনীর ক্ষেত্রে কুরনীর পশু যেখানে সেখানের সময় ধর্তব্য
ইহসান আহমাদ
লন্ডন
জনাব
সম্পাদক সাহেব
জামযি়াতুল আস‘আদ আল ইসলামযি়া ঢাকা
আপনাদের মাধ্যমে নিম্নের প্রশ্নটির উত্তর আশা করি
প্রশ্ন: কুরবানী ১০,১১,১২ জিলহজ্জ তারিখের মধ্যে তাহা আদায় করতে হবে। এখানে আমার জানতে ইচ্ছা হচ্ছে যে, আমরা লন্ডনে এ বছর ঈদ করেছি শনিবারে আর আমাদের বাংলাদেশে সরকারী ঘোষনা অনুযায়ী ঈদ হচ্ছে সোমবারে। আমাদের কুরবানী হবে বাংলাদেশে। এ হিসাবে আমাদের শেষ দিন হচ্ছে সোমবার যদি কোন কারণে সোমবারে আদায় না হয় তাহলে কি মঙ্গল অথবা বুধবারে আদায় করলে কি তাহা আদায় হবে কিনা? মেহেরবানী করে দলীল আদীল্লাহ সহ জানাতে যেন আপনাদের মর্জি হয়।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ আপনার জন্য উত্তম হল সোমবারে (বাংলাদেশের ঈদের প্রথম দিন) কুরবানী আদায় করা। তবে কোন কারণে আদায় না করতে পারলে মঙ্গল অথবা বুধবারে (কুরবানীর ২য় ও ৩য় দিন) আদায় করা যাবে।
শরয়ী দলীল
الجوهرة النيرة (ج2ص452) واشترط يوم الأضحى لأن اليوم مضاف إليها وأيام الأضحى ثلاثة يوم النحر ويومان بعده وأولها أفضلها…………. ويعتبر في الذبح مكان الأضحية لا مكان الرجل
في الفتاوى الهندية (ج1ص340) وقت الأضحية ثلاثة أيام العاشر والحادي عشر والثاني عشر ، أولها أفضلها وآخرها
أدونها…………..
(ص342)قال محمد رحمه الله تعالى ،أنظر في هذا إلى موضع الذبح دون المذبوح عنه كذا في الظهيرية .وعن الحسن بن زياد بخلاف هذا والقول الأول أصح وبه نأخذ ، كذا في الحاوي للفتاوى
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। আল জাওহারাতুন নায়্যিরাহ-৯/৪৫২
২। ফাতাওয়া হিন্দিয়া-৫/১৪০,১৪২
৩।আদ্দুররুল মুখতার (শামী সহ) ৯/৪৬১
والله اعلم بالصواب
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন
মুফতী আব্দুল হাসিব দা. বা.
মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া