খৃষ্টান মিশনারী অপতৎপরতা ও কথিত আহলে হাদীসদের অপপ্রচাররোধে বিশেষ প্রশিক্ষণ কোর্স
“জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা” এর উদ্যোগে
৫দিন ব্যাপী বিশেষ কর্মশালা
আলোচ্য বিষয়ঃ
রদ্দে ঈসায়িয়্যাত ও রদ্দে গায়রে মুকাল্লিদিয়্যাত
স্থানঃ ১৩৮/৫/ডি জামতলা ঢাকা ১২১৯
তারিখ-৭,৮,৯,১০,১১ ই জুলাই ২০১২ ঈসাব্দ
রোজ-শনি, রবি, সোম, মঙ্গল ও বুধবার
প্রশিক্ষকদের নাম
শাইখুল হাদীস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক
মুহাদ্দিস বারিধারা মাদরাসা ঢাকা
হযরত মাওলানা মুফতী মাহমুদুল হাসান
প্রিন্সিপাল-জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা
হযরত মাওলানা মুফতী মিযানুর রহমান সাঈদ
প্রতিষ্ঠাতা পরিচালক-মারকাযুশ শাইখ জাকারিয়া ঢাকা
হযরত মাওলানা আব্দুল মতীন
মুহাদ্দিস জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা
হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ
মুহাদ্দিস জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা
হযরত মাওলানা মুফতী ফজলুল হক
শায়খে সানী-মাদানীনগর মাদরাসা ঢাকা
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আলী সাহেব
প্রিন্সিপাল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা
হযরত মাওলানা ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর
অধ্যাপক-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
হযরত মাওলানা শামসুল হক সিদ্দিক
চেয়ারম্যান-আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সেন্টার ঢাকা
হযরত মাওলানা লাবীব আব্দুল্লাহ
মুহাদ্দিস-মাখজানুল উলুম মাদরাসা মোমেনশাহী
হযরত মাওলানা জুবায়ের
পরিচালক-মা’হাদুদ দাওয়া আল ইসলামিয়া বাংলাদেশ
বিশেষ করে তাখাসসুসাত,দাওরায়ে হাদীস ও মেশকাতের ছাত্ররা
ভর্তির জন্য যোগাযোগ করুন
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা
১৩৮/৫/ডি জামতলা, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯
ফোন-০১৭২৩৭৮৫৯২৫,০১৬৭৫০১৮৬৭১
আরজগুজার
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা
AL HAMDULILLAH
JAZAK ALLAH
আমি হয়ত দেশে থাকব না, কিন্তু আমি খুবই আগ্রহী এই কোর্সটির জন্য। যদি রেকর্ডিং করা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। ইনশাল্লাহ্।
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভাইজান! আপনার আগ্রহ শুনে খুশি হলাম। ইনশাআল্লাহ আমরা প্রতিটি ক্লাসই রেকর্ড করে আমাদের সাইটে শেয়ার করবো।
জাযাকাল্লাহ।
ধন্যবাদ আপনাদের প্রোগ্রামের জন্য ,আমি খুবই আগ্রহী এই কোর্সটির জন্য। যদি রেকর্ডিং করা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। এবং আমদেরর সাইটে ও আপনাদের অনুমতি পেলে প্রচার করবো