খৃষ্টান মিশনারী অপতৎপরতা ও কথিত আহলে হাদীসদের অপপ্রচাররোধে ৫ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হল
মহান রাব্বুল আলামীনের অপর রহমাতে আজ দুপুর ১ টায় খৃষ্টান মিশনারী অপতৎপরতা ও কথিত আহলে হাদীসদের অপপ্রচার রোধে বিশেষ কর্মশালা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রশিক্ষণ নিতে এসেছিলেন বিভিন্ন জামিয়ার ফারেগীন ওলামায়ে কিরাম, ছাত্র এবং মসজিদের ইমামগণ।
আমন্ত্রিত অতিথিদের জ্ঞানগর্ভ আলোচনা ও তথ্য উপাত্তের ফুলঝুরিতে মুগ্ধ করেছে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীদের।
অচিরেই কর্মশালার সব ক’টি আলোচনা নিয়ে একটি সিডি বের করা হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের সাইটের পাঠকদের জন্য শেয়ার করা হবে প্রতিটি আলোচনা। এডিটিং এর কাজ চলছে। তাই সবার কাছে দুআ প্রার্থনা। সুন্দরভাবে যেন কাজটি সম্পন্ন করে অচিরেই আমরা তা প্রকাশ করতে পারি।
সবার প্রতি দুআ প্রার্থনা।
ধন্যবাদ অপেক্ষায় রইলাম
সঙ্গে youtove তে ও প্রকাশ করুন
Alhamdulillah.