তিন দিনের দাওয়াতি কার্যক্রম শেষে ঝিনাইদহ থেকে ফিরেছে জামিয়ার ওলামাদের বিশেষ জামাত
আলহামদুলিল্লাহ! ঝিনাইদহের খৃষ্টান মিশনারী আক্রান্ত এলাকায় দাওয়াতি কার্যক্রম শেষ করে ফিরে এসেছে জামিয়াতুল আস’আদের ছাত্রদের বিশেষ জামাত।
গত ৪ ই অক্টোবর রোজ বুধবার রাতে সাড়ে দশটায় জামাত রওনা দেয় ঝিনাইদহের উদ্দেশ্যে। পরদিন ভোরে ঝিনাইদহ মারকায মসজিদে ফজর নামায আদায় করে জামিয়ার জামাত দুইভাগ হয়ে দুই এলাকায় চলে যায়। এক জামাত খৃষ্টান মিশনারী আক্রান্ত এলাকা শৈলকুপার দেবীনগরে, অন্য জামাত ষ্টিপিননগর মসজিদে অবস্থান নেয়। আল্লাহর রহমতে ছাত্রদের ইখলাসী দরদমাখা মেহনতে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। দলে দলে লোক মসজিদে এসে অভূতপূর্ব জান্নাতি পরিবেশের সৃষ্টি করে পুরো এলাকায়।
শুক্রবার দিন জামাতের ওলামা সাথীরা আশে পাশের মসজিদগুলোতে জুমআর বয়ানে ফুটিয়ে তুলে ইসলামের বৈশিষ্টের কথা। খৃষ্ট ধর্মের অসারতা ও মিথ্যাচারের ব্যাপারে গড়ে তুলে ব্যাপক সচেতনতা। মানুষের মাঝে জেগে উঠে এক ঈমানদীপ্ত চেতনা। আল্লাহর রহমতে দাওয়াতি মেহনতের ফলে এলাকায় মানুষ সচতনতার সাথে ঘোষণা করে “এ এলাকায় আর কোন ঈসায়ী মুসলিম দাবিদার মিথ্যুক খৃষ্টান মিশনারীদের ঢুকতে দেয়া হবে না।
মসজিদের আশে পাশের স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র শিক্ষকদের সচেতন করার জন্যও ওলামায়ে কেরাম ছড়িয়ে পড়েন পুরো এলাকায়। আল্লাহর রহমাতে এতে করে ছাত্র শিক্ষক সবার মাঝেই এ ব্যাপারে বিপুল আগ্রহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।
ষ্টিপিন নগরে জৈনিক পাদ্রিরগীর্জা তৈরীর ষড়যন্ত্রও নস্যাৎ হয়ে যায় ওলামাদের দালিলিক যুক্তিতর্কে। সেখানকার সাধারণ মুসলমানরা ওলামায়ে কেরামদের সাথে বাহাস তথা বিতর্ক করার আহবান জানায় খৃষ্টান পাদ্রিদের। কিন্তু ওয়াদা দেওয়ার পরও কোন পাদ্রি সেখানে উপস্থিত হওয়ার সাহস পায়নি। অবশেষে স্থানীয় খৃষ্ট ধর্ম প্রচারক ক্ষমা চেয়ে পরবর্তী বাহাসের তারিখ নির্ধারণ করে ২০শে অক্টোবর ২০১২ ঈসাব্দ। ইনশাআল্লাহ সেখানেও আল্লাহর রহমাতে বাতিল ধর্ম খৃষ্ট মতবাদের পতন হবে অবশ্যই।
উক্ত বাহাস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া ভার্সিটির স্বনামধন্য অধ্যাপক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ও তার প্রতিষ্ঠিত আস সুন্নাহের ট্রাষ্টের দাঈ মাওলানা মুশাহিদ সাহেব। এছাড়া জামাতের সাথি বিজ্ঞ ওলামায়ে কেরাম ও স্থানীয় আলেমগণ এবং এলাকার নীতিনির্ধারক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আল্লাহ তাআলা আমাদের এ দ্বীনী সফর ও দাওয়াতকে কবুল করুন। আমাদের স্বাধীন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকী খৃষ্টান মিশনারী তৎপরতা থেকে এদেশের সরলপ্রাণ মুসলমানদের হিফাযত করুন। আমীন। ছুম্মা আমীন।
Amra chai pritvita Islamer joi hok,amin.
Mashallah. Allah Zajakhaier dan korun. Ameen
আলহামদুলিল্লাহ । আমি দোআ করি আল্লাহ যেন জামিআর প্রতেক ছাত্রকে বড় তার্কিক বানায় ।