১৪৩৩/৩৪ হিজরী শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিষ্টারের পরীক্ষার ছুটি শেষে জামিয়া খুলেছে আজ
ইসলামি ফিক্বহের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকার ১৪৩৩/৩৪ হিজরী মোতাবেক ২০১২/১৩ ঈসাব্দ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিষ্টারের পরীক্ষার পর এক সপ্তাহ ছুটি শেষে আজ ৩০শে মার্চ রোজ শনিবার ২০১৩ ঈসাব্দ সকাল থেকে জামিয়া খুলেছে আজ। ভোর থেকেই জামিয়ার নির্ধারিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে সূচিবদ্ধ নিজাম অনুযায়ী।
জামিয়ার মেইলে পাঠানো অনেক প্রশ্নকারীর প্রশ্নের জবাব দিতে তাই অনাকাংখিত দেরী হওয়ায় আন্তরিক দুঃখিত। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সকল প্রয়োজনীয় প্রশ্নের জবাব ইনশাআল্লাহ একে একে প্রকাশিত করা হবে।
সবার আন্তরিক দুআ কামনা। জাযাকুমুল্লাহ।
Mufti saheb ami daily apnader website e asi but khali hatei fire giyesi last 10 days.
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
ভাইজান! ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিনই নতুন নতুন পোষ্ট ও প্রশ্নোত্তর প্রকাশিত হবে নিয়মিত। তাই আর খালি হাতে আর ফিরতে হবে না আশা করি।
আন্তরিকতার জন্য জাযাকাল্লাহ।
আসসালামু আলাই কুম ওয়া রহমতুল্লাহ । জেনারেল ছাত্রদের জন্য বাংলা তফসির এবং হাদিস পড়া জায়েজ হবে কি না ।
ইসলামী ঙ্গান অর্জনের জন্য কি কিতাব পড়া উচিত জনিয়ে বাধিত করবেন । ইসলামের ইতিহাস বিষয়ক কোন কিতাবের (বাংলা) নাম জানালে খুব উপকৃত হব।
ওয়া আলাইকুম আসসালাম।
ভাইজান!তাফসীর ও হাদীস উভয়ই সবার পড়া উচিত। তবে এক্ষেত্রে একজন বিজ্ঞ আলেমের তত্বাবধানে হলে ভাল হয়। কারণ যখনই কোন বক্তব্য বুঝে না আসবে, বা পরস্পর বিরোধী মনে হবে তাহলে সেই আলেম থেকে বুঝে নেয়া যাবে। নতুবা একা একা পড়তে থাকলে অনেক সময়ই আসল অর্থ ও শানে নুজুল ও শানে ওরূদ না বুঝার কারণে বিভ্রান্ত হয়ে থাকে অনেক মানুষ।
হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ এর লিখা বেহেস্তি জেওর। এই কিতাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল বিষয়ের মাসায়েল সুন্দর করে দেয়া আছে। আর আক্বিদা সহীহ করতে পড়ুন মাওলানা হেমায়েত উদ্দীন সাহেবের লিখা-“ইসলামী আক্বিদা ও ভ্রান্ত মতবাদ”।
এছাড়াও কিছু কিতাব চেষ্টা করবেন সংগ্রহ করতে। একটি লিষ্ট দিচ্ছি
১। মায়ারিফুল কুরআন {অনুবাদ ও সম্পাদনা মাওলানা মুহিউদ্দীন খান}
২। সীরাতে রাসূলে আকরাম সাঃ {সাইয়্যেদ আবুল হাসান আলী নদবী}
৩। নবীজীর সুন্নাত {মুফতী মানসুরুল হক}
৪. নবীজীর নামায {ড. শাইখ মুহাম্মদ ইলিয়াস ফয়সাল}
৫. আহকামে জিন্দিগী {মাওলানা হেমায়েত উদ্দীন}
৬. কুরআন হাদিসের আলোকে পারিবারিক জীবন (হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহ.}
৭. ইসলাহি নিসাব (হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহ.}
৮. আল্লাহর পথের ঠিকানা (আবুল হাসান আলী নদবী)
৯. আলোকিত নারী (মাওলানা তারিক জামিল)
১০. ফাযায়েলে আমাল
১১. হেকায়েতে সাহাবা
১২. মিম্বর থেকে বলছি (আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ)
১৩-ইতিহাসের কাঠগড়ায় আমীর মুয়াবিয়া রাঃ {মাওলানা আবু তাহের মিসবাহ কর্তৃক অনুদিত, মূল শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী দাঃ বাঃ}
১৪-ইসলামী খিলাফত ধ্বংসের ইতিহাস। {মুফতী মানসুরুল হক}
এছাড়া পড়তে পড়ুন-
দলিলসহ নামাযের মাসায়েল
মাওলানা আব্দুল মতিন
প্রকাশক : মাকতাবাতুল আযহাব (৯৮৮১৫৩২, ০১৯২৪০৭৬৩৬৫)
আরেকটি বই:
তোহফায়ে আহলে হাদীস
শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহ।
সহজীকরন ও বিন্যাস :
শাইখুল হাদীস মুফতী সাঈদ আহমাদ পালনপুরী
মাওলানা আমীন পালনপুরী
আরেকটি বই :
হাদীস ও সান্নাহয় নামাযের পদ্ধতি
মাওলানা মুহাম্মদ আবদুল মালেক
প্রকাশক
মুহাম্মদ হাবীবুর রহমান খান
আল আবরার ট্রাষ্ট
৫০ বাংলাবাজার, ঢাকা-১১০০
ফোন : ৭১৬৪৫২৭, ০১৭১১১৪১৭৬৪]
প্রাপ্তিস্থান
মাকতাবাতুল আশরাফ
ইসলামী টাওয়ার (দোকান নং : ৫)
১১ বাংলাবাজার, ঢাকা ১১০০
## গায়রে মুকাল্লিদদের স্বরূপ সন্ধানে।
প্রকাশক-মালিবাগ জামিয়া শারইয়্যাহ ঢাকা-১২১৭
## মাওলানা রফিকুল ইসলামী মাদানী রচিত-মাযহাব মানি কেন?
## মুফতী তাক্বী উসমানী রচিত-মাযহাব কি ও কেন?
ইতিহাস জানতে পড়ুন-
১-আল বিদায়া ওয়ান নিহায়া এর বাংলা অনুবাদ {ইসলামিক ফাউন্ডেশন}
২-চেপে রাখা ইতিহাস।
৩-দারুল উলুম দেওবন্দ ইতিহাস ঐতিহ্য ও অবদান (মাওলানা আবুল ফাতাহ)
৪-জীবন সায়াহ্নে মানবতার রূপ (মাওলানা মুহিউদ্দীন খান)
৫-খেলাফতে রাশেদা {মিরাঠী রহঃ}
৬-সীরাতে খাতিমুল আম্বিয়া {মুফতী শফী রহঃ)
জাযাকাল্লাহ।