জামিয়াতুল আস’আদের ইফতা বিভাগে এবং বয়স্ক শিক্ষা বিভাগে হেদায়াতুন্নাহু ও হেদায়া-জালালাইন জামাতে ভর্তি শুরু হয়েছে
ভর্তির নিয়ামাবলী
# জামিয়ার অফিস থেকে ভর্তি ফরম ক্রয় করে তা যথাযথভাবে পূর্ণ করে নির্ধারিত নিয়মে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্য সমাধা করতে হবে।
নিন্মে ভর্তি সংক্রান্ত তথ্যাদী উল্লেখ করা হলো।
ভর্তি শুরু -২৭ ই আগষ্ট ২০১২ ঈসাব্দ মোতাবেক 8 ই শাওয়াল ১৪৩৩ হিজরী রোজ সোমবার থেকে শুরু হবে।
ভর্তি ফরম – ১০০/=
ভর্তি ফী = ইফতা বিভাগ – ২,০০০/=
খুসুসী জামাত – ২,০০০/=
মাসিক প্রদেয় – ইফতা বিভাগ – ৩,০০০/=
খুসুসী বিভাগ (আবাসিক) – ৩০০০/=
খুসুসী বিভাগ (অনাবাসিক) – ১২০০/=
ইফতায় ভর্তির শর্তাবলী
# আকাবীরে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা-চেতনা পোষন করতে হবে।
# লেবাস-পোশাক ও আমল-আখলাকের সর্বক্ষেত্রে সুন্নাতের অনুসারী হতে হবে।
# যে প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তির্ণ হয়েছে তার সত্যায়ন কপি জমা দিতে হবে।
# ভর্তিচ্ছুক সকল ছাত্রকে চেয়ারম্যান /কমিশনার সার্টিফিকেট দাখিল করতে হবে। (ভর্তির পর প্রথম দুই মাসের মাঝে)
# জন্ম নিবন্ধন/আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। (ভর্তির পর প্রথম দুই মাসের মাঝে)
# ইফতায় ভর্তি প্রার্থীকে বুখারী শরীফ-১,তিরমিজী-১ , হিদায়া-৩ এবং নুরুল আনোয়ারের উপর দু’বারের দাখেলা ইমতিহানে উত্তীর্ণ হতে হবে।
# অবিবাহিত হতে হবে।
# অন্য কোন প্রতিষ্ঠানে কর্মরত/শিক্ষারত না হতে হবে।
# আবাসিক হতে হবে।
# রাজনৈতিক/অরাজনৈতিক কোন সংগঠনের সাথে সম্পর্ক রাখতে পারবেনা।
# মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজনে জামিয়ার দফতর থেকে যোগাযোগ করা যাবে।
# উল্লেখিত শর্তসহ মাদরাসার যাবতীয় শর্ত-আইন মানার প্রতি আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে।
ফরম সংগ্রহ – প্রতিদিন সকাল ৯ টা থেকে ভর্তি ফরম বিতরণ।
ভর্তি পরীক্ষা–প্রতিদিন সকাল ৯ টা থেকে প্রথমে মুফতী মুস্তাফা কামাল ও মুফতী আতাউস সামাদ সাহেবের কাছে প্রাথমিক যাচাই পরীক্ষা দিতে হবে।
প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হলে সকাল ১১ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত মুফতী আব্দুল হাসীব সাহেবের কাছে তিরমীজি-১ ও নূরুল আনোয়ার এবং মুফতী ইউসুফ সুলতান সাহেবের কাছে হেদায়া-৩ ও বুখারী-১ এর পরীক্ষা দিতে হবে।
ভর্তির যোগ্যতা-দাওরায়ে হাদীস পাশ হতে হবে। ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৬৫ নম্বর পেতে হবে।
বিঃদ্রঃ ভর্তি ফি এর সাথে সেপ্টেম্বর ১২ ঈসাব্দ এর মাসিক প্রদেয় জমা দিতে হবে।
সিট বন্টন– ১২ ই শাওয়াল ১৪৩৩ হিজরী মোতাবেক ৩১শে আগষ্ট ২০১২ ঈসাব্দ রোজ শুক্রবার ছাত্রদের মাঝে সিট বন্টন করা হবে।
ইফতিতাহ– ১৫ ই শাওয়াল ১৪৩৩ হিজরী মোতাবেক ৩রা সেপ্টেম্বর ২০১১ ঈসাব্দ রোজ সোমবার ইফতিতাহী মজলিস অনুষ্ঠিত হবে।
শিক্ষা কার্যক্রম– ১২ ই শাওয়াল ১৪৩৩ হিজরী মোতাবেক ৩১শে আগষ্ট ২০১২ ঈসাব্দ রোজ শুক্রবার থেকে ভর্তি সম্পন্ন হওয়া ছাত্ররা মাদরাসায় অবস্থান করা বাধ্যতামূলক। ফিক্বহ ও ফাতওয়া সংক্রান্ত জামিয়া কর্তৃক নির্ধারিত বিভিন্ন ফাতওয়া গ্রন্থের মুকাদ্দিমা ও “ইখতিলাফুল আইয়িম্মাহ” কিতাবের নির্ধারিত অংশ মুতালাআ করতে হবে আবশ্যিকভাবে।
১৬ ই শাওয়াল ১৪৩৩ হিজরী মোতাবেক ৪ঠা সেপ্টেম্বর ২০১২ ঈসাব্দ রোজ মঙ্গলবার থেকে সূচিবদ্ধ নিজামুল আওকাত অনুযায়ী দরস ও মুতালাআ কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
আল মু’লিন
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা
যোগাযোগের ঠিকানা
১৩৮/৫/ডি জামতলা,পূর্ব রামপুরা, ঢাকা ১২১৯। ফোন-০১৮১৮৭৩২৪৬৫,০১৮১৮৭৮১৩৮৩,০১৭২৩৭৮৫৯২৫,০১৭১৫১১৪৫৪৩