জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকার অবদান ও খিদমাত
পরিচিতি
মহান রাব্বুল আলামীনের অশেষ অনুগ্রহে অক্টোবর ২০০৯ ইং মোতাবেক জিলক্বদ ১৪৩০ হিজরীতে পূর্বরামপুরাস্থ জামতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা”-এর যাত্রা শুরু হয়। উপমহাদেশের অন্যতম কিংবদন্তী পুরুষ ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সায়্যিদ আস’আদ মাদানী রহ.-এর মুবারক নামে জামিয়ার নামকরণ করা হয়। দেশ-বরেণ্য উলামায়ে কেরামের দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় জামিয়ার মূল কার্যক্রম। সম্পূর্ণ রাজনীতিমুক্ত পরিবেশে গবেষণা ও পঠন পাঠন চলে আসছে প্রতিষ্ঠাকাল থেকে আল্লাহর রহমাতে।
লক্ষ্য-উদ্দেশ্য
* ইলম ও আমলের সমন্বয়ে একদল মুখলিস ও যুগ সচেতন নায়েবে নবী তৈরী।
* গুরুত্বপূর্ণ মাস’আলা মাসায়েলের সঠিক সমাধান সর্বস্তরের জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করা।
* ধর্মীয় ও সামাজিক সর্ব প্রকার বাতিল মতবাদ সংস্কারে একদল প্রজ্ঞাবান চৌকস আলেমে দ্বীন তৈরী করা।
* দ্বীন শিক্ষায় আগ্রহী জেনারেল শিক্ষায় শিক্ষিতদের অল্প সময়ে দ্বীনের আবশ্যকীয় বিষয় সম্পর্কে শিক্ষিত করে তোলা।
* গুরুত্বপূর্ণ ইলমী প্রবন্ধ-নিবন্ধ ও কিতাব প্রকাশ করে দ্বীনী খিদমাত আঞ্জাম দেয়া।
জামিয়ার বিভাগসমূহ
* ইফতা বিভাগ (১ বৎসর মেয়াদী)
* দাওয়া বিভাগ ( ১ বৎসর মেয়াদী)
* তালীমুদ্দীন বিভাগ (জেনারেল শিক্ষিতদের জন্য প্রযোজ্য)।
জামিয়ার বৈশিষ্ট্যাবলী
* আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক ও আকাবীরে দেওবন্দের চিন্তা-চেতনার অনুসারে খাঁটি ওয়ারিসে নবী তৈরী।
* ইলম ও আমলের সমন্বয় সাধনে দাওয়াত ও তাবলীগ এবং বুজুর্গদের সোহবত-সাহচর্য এখতিয়ারের অনুপ্রেরণা প্রদান।
* কুরআন ও হাদীস থেকে যুগ সমস্যার সমাধানে মৌলিক নীতিমালার পাঠদান।
* ফিক্হে হানাফীর ক্ষেত্রে পূর্ববর্তী মুফতীয়ানে কেরাম ও আকাবীরদের দৃষ্টিভঙ্গির আলোকে ফাতওয়া প্রদানের উসূল ও নীতিমালা শিক্ষাদান।
* রদ্দে ঈসায়িয়্যাত, রদ্দে কাদিয়ানিয়্যাত, রদ্দে হিন্দুইজম, রদ্দে এথিজম বা নাস্তিক্যবাদ, রদ্দে মওদুদিয়্যাত, রদ্দে গায়রে মুকাল্লিদিয়্যাত, রদ্দে শিয়াইয়্যাত, রদ্দে শিরক ও বিদআত, রদ্দে রেজাখানিয়্যাত, গনতন্ত্র, সমাজতন্ত্র, ও রাজতন্ত্র সহ বাংলাদেশে প্রচলিত ভন্ড পীরদের আক্বিদা বিশ্বাস ও প্রচলিত অন্যান্য বাতিল মতবাদ খন্ডনে কুরআন হাদীস ও যুক্তির নিরিখে পারদর্শী একদল যোগ্য আলেম তৈরী করা।
* তিন সেমিস্টার ভিত্তিক তাদরীস-তামরীন ও মুতালা’আ সমাপন।
* কম্পিউটার ও ইংরেজী ভাষার উপর মৌলিক ধারণা প্রদান।
* সার্বক্ষণিক দক্ষ উস্তাদগণের তত্ত্বাবধানে সূচিবদ্ধ নিযামুল আওকাত অনুসরণ।
* প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, বাদ আসর থেকে রাত দশটা পর্যন্ত ইসলাহী মজলিসের মাধ্যমে ছাত্রদের আখলাকী, আমলী ও ইত্তেবায়ে সুন্নাতের প্রশিক্ষণ প্রদান।
* জামিয়ার নিজস্ব ওয়েবসাইট (www.jamiatulasad.com)-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে শরয়ী সমাধানমূলক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করা এবং ই-মেইলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জামিয়ার মুফতীদের কাছে দলীল সমৃদ্ধ শরয়ী সমাধান জানার সুযোগ।
* জামিয়ার ইলমী-আমলী ও দাওয়াতী কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে জামিয়ার বিগত ও চলমান শিক্ষাবর্ষের ছাত্রদের উদ্যোগে ‘আবনাউ জামিয়াতিল আস’আদ’ নামে একটি ছাত্র ফাউন্ডেশন গঠিত হয়েছে। আবনাউ জামিয়াতিল আস’আদের কয়েকটি মৌলিক কর্মসূচি হল
১. দ্বীনী কাজের জন্য পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক স্থাপন। ২. সামাজ সেবা তথা গরীব-দুঃখী অসহায়দের সহযোগিতায় পাশে দাঁড়ানো, সর্বোপরি আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করা। ৩. প্রকাশনা।
* জামিয়া তার পথ চলায় অল্প সময়ের ব্যবধানে দেশের বরেণ্য উলামায়ে কেরাম ও মুফতীয়ানে কেরামের দিলি তাওয়াজ্জুহ তথা আন্তরিক দুআ অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুল্লিাহ!
* জামিয়ার আশে-পাশে অবস্থানকারী সাধারণ মানুষের মাঝে দ্বীনি চেতনা সৃষ্টির লক্ষ্যে প্রায় দু’মাস অন্তর অন্তর হিদায়াতী মাহফিলের আয়োজন করা হয়।
* দ্বীনী কোন ইস্যু নিয়ে জনসাধারনে ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে কিংবা স্বার্থবাদী কোন মহলের অপত্যপরতা দেখা দিলে এর সঠিক ব্যাখ্যা ও ভাবমূর্তি জাতির সামনে তুলে ধরার নিমিত্তে কাজ করা।
* আকাবীরদের বিলুপ্ত প্রায় প্রয়োজনীয় কিতাব ও রিসালা প্রকাশ, এবং অতীব জরুরী মাসায়েলের উপর শরয়ী সিদ্ধান্তমূলক প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করার ইচ্ছে রয়েছে জামিয়া কর্তৃপক্ষের।
খিদমাতসূহ
১- ইতোমধ্যে জামিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে ২৫/২৬টি ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
২-সাধারণ মুসলমানদের দ্বীনী তালীমমূলক ওয়াজ মাহফিল প্রায় ১৫টির মত অনুষ্ঠিত হয়েছে।
৩– জামিয়া থেকে প্রকাশিত কয়েকটি স্মরণিকা ও গ্রন্থের তালিকা-
ক) আল আস’আদ স্মারক (প্রকাশকাল- সফর, ১৪৩১ হি: মাঘ, ১৪১৬ বাংলা ফেব্রুয়ারী, ২০১০ ইং।
খ) আল আস’আদ ফিক্বহ ও ফাতওয়া ডায়রী (প্রকাশকাল ১৪৩১/৩২ হিজরী)
গ) ইসলাম ও খৃষ্টবাদ (প্রকাশকাল- ২৬শে জানুয়ারী ২০১২ ঈসাব্দ।
ঘ) জাতীয় সেমিনার স্বারক (প্রকাশকাল- ৫ই এপ্রিল ২০১২ ঈসাব্দ)
ঙ) রোযার ফাযাইল ও মাসায়িল (প্রকাশকাল ২০১১ ঈসাব্দ)
চ) ওলামায়ে কেরামের যিম্মাদারী (প্রকাশকাল-মার্চ, ২০১৩ ঈসাব্দ)
৪– ইসলামের দৃষ্টিতে ব্যাংক ও বীমার হুকুম আলোচ্য বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা ও ফিক্বহী সেমিনার অনুষ্ঠিত হয় ২০১০ ঈসাব্দে।
৫– ইসলামের দৃষ্টিতে প্রচলিত শেয়ার ব্যবসা আলোচ্য বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালে। তাতে ফাতওয়া শামী, ফাতওয়া আলমগীরী ও বাদায়েউস সানায়ে কিতাব পুরুস্কার হিসেবে প্রতিযোগীদের মাঝে প্রদান করা হয়।
৬– ২৫ শে জানুয়ারী ২০১২ ইং বিকাল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হয় সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আবনাউ জামিয়াতিল আস’আদের উদ্যোগে “বাংলাদেশে ধর্মান্তরের অপতৎরতাঃ ওলামায়ে কিরাম ও সুধীজনদের করণীয়” শীর্ষক জাতীয় সেমিনার।
৭– ৭ ই জুলাই ২০১২ ঈসাব্দ থেকে ১১ই জুলাই ২০১২ ঈসাব্দ পর্যন্ত ৪দিনব্যাপী “রদ্দে ঈসায়িয়্যাত ও রদ্দে গায়রে মুকাল্লিদিয়্যাত” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
৮– রদ্দে ঈসায়িয়্যাত আলোচ্য বিষয়ে ১৮, ২৫শে জানুয়ারী ও ১, ৮ ই ফেব্রুয়ারী (শুধু শুক্রবার) ২০১৩ ঈসাব্দে অনুষ্ঠিত হয় চারদিনব্যাপী কর্মশালা।
৯-জামিয়ার সাইট www.jamiatulasad.com এ প্রকাশিত ফাতওয়া সংখ্যা ২৩৫টি। প্রবন্ধ নিবন্ধ ৫৯টি।
১০– প্রতি রবিবার জামিয়ার পার্শবর্তী বসতীতে মহিলাদের তালীম ও তরবিয়্যাতী মজলিস অনুষ্ঠিত হয়।
১১– প্রতিদিন ঈশার নামাযের পর জামিয়া পার্শবর্তী বসতীতে পুরুষদের মৌলিক দ্বীনী বিষয় তথা অজু, গোসল, সূরা, কিরাত ইত্যাদি শিখানো হয়।
জামিয়া থেকে মুফতীর সনদ পাওয়া ছাত্রদের সংখ্যা
২০০৯/১০ ঈসাব্দ শিক্ষাবর্ষে ২২ জন, ২০১০/১১ ঈসাব্দ শিক্ষাবর্ষে ২৭জন, ২০১১/১২ ঈসাব্দ শিক্ষাবর্ষে ২৭ জন, বর্তমানে ২০১২/১৩ ঈসাব্দ শিক্ষাবর্ষে ৩২জন শিক্ষারত রয়েছে। দুই বৎসর মেয়াদী বিশেষ ইফতা বিভাগ থেকে ২০০৯/১০ ও ২০১০/১১ ঈসাব্দ শিক্ষাবর্ষে ৭জন ইফতা কোর্স সম্পন্ন করেছেন।
যেসব ওলামা ও বুযুর্গানে দ্বীন জামিয়ায় তাশরীফ এনেছেন
# মুফতী মাহমুদুল হাসান, প্রিন্সিপাল জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা।
# মাওলানা আনোয়ার শাহ, ভাইস প্রিন্সিপাল মালিবাগ জামিয়া ঢাকা।
# মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, মুহাদ্দিস মালিবাগ জামিয়া।
# মুফতী মিজানুর রহমান সাঈদ, পরিচালক মারকাযুশ শাইখ জাকারিয়া।
# মাওলানা গিয়াস উদ্দীন, পীর সাহেব বালিয়া।
# মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, শাইখুল হাদীস বারিধারা মাদরাসা ঢাকা।
# মুফতী মুতিউর রহমান, মুফতী ও মুহাদ্দিস ফরীদাবাদ মাদরাসা।
# মাওলানা মাহফুজুল হক, প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া ঢাকা।
# ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, প্রভাষক কুষ্টিয়া ভার্সিটি।
# মুফতী জসীমুদ্দীন, মুফতী মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা।
# মুফতী ফজলুল হক, মুহাদ্দিস মাদানী নগর মাদরাসা।
# মাওলানা আবূ মূসা, প্রিন্সিপাল চৌধুরী পাড়া মাদরাসা ঢাকা
# মুফতী আব্দুল বারী, মুহাদ্দিস মাদানী নগর মাদরাসা।
# মুফতী ইয়াহইয়া, মুফতী মারকাযুদ দাওয়াহ ঢাকা।
# মুফতী নূর মুহাম্মদ, মুহাদ্দিস মাদানী নগর মাদরাসা।
# মুফতী মুহাম্মদ আলী , প্রিন্সিপাল আফতাবনগর মাদরাসা ঢাকা।
# মাওলানা ইয়াহইয়া মাহমুদ, প্রিন্সিপাল বনশ্রী া মাদরাসা ঢাকা।
# মুফতী মুতিউর রহমান, মুহাদ্দিস চৌধুরীপাড়া মাদরাসা।
# মাওলানা মকবুল হুসাইন, প্রিন্সিপাল জামিয়া কারিমিয়া ঢাকা।
# মাওলানা রশীদ আহমাদ, সিলেট শাহী ইকরা মাদরাসা।
# মুফতী আব্দুস সালাম, মুফতী ও মুহাদ্দিস ফরীদাবাদ মাদরাসা।
# মুফতী আব্দুস সালাম, মুফতী ও মুহাদ্দিস মালিবাগ জামিয়া ঢাকা।
আগামী বছরের বিশেষ পরিকল্পনা
ধর্মদ্রোহী বাতিল শক্তি এবং জ্ঞান পাপীদের প্রোপাগান্ডা ও অপব্যাখ্যায় বিভ্রান্ত জাতিকে সঠিক পথের দিশা দিতে রদ্দে ঈসায়িয়্যাত, রদ্দে কাদিয়ানিয়্যাত, রদ্দে হিন্দুইজম, রদ্দে এথিজম বা নাস্তিক্যবাদ, রদ্দে মওদুদিয়্যাত, রদ্দে গায়রে মুকাল্লিদিয়্যাত, রদ্দে শিয়াইয়্যাত, রদ্দে শিরক ও বিদআত, রদ্দে রেজাখানিয়্যাত, গনতন্ত্র, সমাজতন্ত্র, ও রাজতন্ত্র সহ বাংলাদেশে প্রচলিত ভন্ড পীরদের আক্বিদা বিশ্বাস ও প্রচলিত অন্যান্য বাতিল মতবাদ খন্ডনে কুরআন হাদীস ও যুক্তির নিরিখে পারদর্শী একদল যোগ্য আলেম তৈরীর নিমিত্তে আগামী শিক্ষাবর্ষে জামিয়া কর্তৃপক্ষ “আত তাখাসসুস ফিদ দাওয়াহ ওয়াল ইরশাদ” নামে একটি নতুন বিভাগ খোলার নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
উক্ত বিভাগটি পরিচালনার জন্য প্রয়োজন কমপক্ষে তিনটি কম্পিউটার, একটি প্রিন্টার ও বিপুল পরিমাণ কিতাবের সমাহার। দ্বীনদার সকল ভাইদের দ্বীনী এ খিদমাতে অংশীদার হয়ে সদকায়ে জারিয়ায় শরীক হওয়ার আহবান করছি।
আর্থিক ও সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ করুন
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
১৫০/ সি , ওয়াপদা রোড , (পাওয়ার হাউজ সংলগ্ন) , পশ্চিম রামপুরা ,ঢাকা-১২১৯
মোঃ হাফিজ উদ্দীন, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং -০২৪১১২০০২৬৪৭৫
আল আরাফা ইসলামী ব্যাংক , মৌচাক শাখা, ঢাকা
ইমেইল- jamiatulasad@gmail.com
ওয়েব সাইট- www.jamiatulasad.com
মোবাইল-০১৮১৮৭৩২৪৬৫, ০১৮১৮৭৮১৩৮৩,
দুআর মুহতাজ
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
মুহাদ্দিস ও মুফতী,জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা।
কলেজ বা ভার্সিটিতে ইসলাম স্টাডিজ বা ইসলাম ইতিহাস পড়া যাবে কি না । আর এগুলো যদি অনির্ভরযোগ্য হয় তাহলে করনিয় কি। যেহেতু ইতিহাসের অনেক অংশ ইংরেজ ঐতিহাসিক দের থেকে বর্নিত । পড়া বাদ দিব নাকি কোন নির্ভরযোগ্য বই অধ্যয়ন করব ।অনুগ্রহ করে জানিয়ে আমাকে হেফাজত করবেন ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পড়া বাদ দিবেন না। এটা কোন সমাধান নয়। আপনি বরং ভাল করে পড়ুন যেন আপনি ভাল রেজাল্ট করে গভর্নিং বডিতে ঢুকে এগুলো পরিবর্তন করে সঠিক ইতিহাস নির্ভর বই সিলেবাসে ঢুকাতে পারেন।
আর নিজে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচতে একজন বিজ্ঞ আলেমের সাথে যেখানেই খটকা লাগবে, বা ইসলামকে খাট করা হয়েছে মর্মে বর্ণনা পাবেন, কিংবা সাহাবীদের চরিত্র হরণমূলক কথা পাবেন,সেখানে বিজ্ঞ আলেমদের কাছে এর প্রকৃত ইতিহাস জেনে নিবেন। নিজেও কিছু বই পড়ে রাখা উচিত হবে।
আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করছেন, সেসব বিষয়ের আলোচ্যিক বিষয় কি? এর উপর নির্ভরশীল আপনাকে কিছু সঠিক বইয়ের নামের তালিকা দেয়া।
জাযাকাল্লাহ।
হযরত আসসালামু আলা্য়িক। আমার প্রশ্ন হলো- বাংলাদেশে উচ্চ পর্যায়ের গবেষণামূলক এলমে দ্ভীনী প্রতিষ্ঠান কিছু কিছু বর্তমানে চালু হয়েছে। আপনাদের্ এ প্রতিষ্ঠান কতটুকু গ্রহণযোগ্যতা রাখে জানালে খুশি হবো।