জামিয়াতুল আস’আদের ফারেগীন ছাত্রদের ”ফুযালা সম্মেলন-২০১৩ ঈসাব্দ অনুষ্ঠিত
আল্লাহ তাআলার রহমাতে ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা এর চার বছরের ফারেগীন ছাত্রদের উপস্থিতিতে “ফুযালা সম্মেলন ২০১৩ ঈসাব্দ” ভাবগাম্ভির্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
চার বছরের ফারেগীন ছাত্রদের মিলনমেলা জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী হাফীজুদ্দীন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হযরত মুফতী হাফীজুদ্দীন সাহেব বলেন “আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিল করা। দ্বীন পৌঁছানোর এ পথচলায় আমাদের সামনে যত ফেতনা আসবে, যত বাঁধা আসবে আমরা সে বাঁধাকে হটিয়ে দেব। যদি কাদিয়ানী ফেতনা আমাদের সামনে বাঁধা হয়, তাহলে তা আমাদের রুখতে হবে। যদি মওদুদী ফেতনা বাঁধা হয়, তাহলে তাও আমরা প্রতিহত করবো। যদি গায়রে মুকাল্লিদ নামের কথিত আহলে হাদীস ফিতনা আমাদের বাঁধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদেরও প্রতিরোধ করবো। যদি রেজাখানী বেদআতি ফিতনা আমাদের বাঁধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা এর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলবো।
কিন্তু তাদের মুকাবিলা করা, তাদের প্রতিহত করা আমাদের মূল মাকসাদ নয়। তাদের বিরুদ্ধে লেগে থাকা আমাদের মূল টার্গেট নয়। আমাদের টার্গেট হল দ্বীন ভোলা, স্রষ্ঠা ভোলা, আখেরাত ভোলা মানুষকে আল্লাহর সাথে জোরে দেয়া। মানুষকে দ্বীনদার বানাতে, নামাযী বানাতে, মুত্তাকী বানাতে মেহনত মোজাহাদা করে যাওয়া।
কিন্তু বাতিল ফিরকা যদি আমাদের পথে বাঁধা সৃষ্টি করে, তাহলে সে পথের কাটাকে আমরা যেমন ফেলে দেই সামনে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক তেমনি বাতিল ফিরকাকে আমরা মুকাবিলা করবো। পথের কাটা ফেলে দেয়া যেমন কারো মাকসাদ হয় না, বরং গন্তব্যে পৌঁছা মাকসাদ হয়, তেমনি আমাদের মাকসাদ শুধু বাতিলের পিছনেই লেগে থাকা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়া”।
তাৎপর্যপূর্ণ এ ফুযালা সম্মেলনটি বিকাল ২টা ৩০ থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায় দুআর মাধ্যমে। এতে যেসব সিদ্ধান্ত গৃহিত হয়, তার সার সংক্ষেপ হল-
১- ফারেগীন ছাত্ররা নিজেদের গ্রামের বাড়িতে একটি নূরানী মক্তব প্রতিষ্ঠা করবে।
২- নিজস্ব পরিমন্ডল থেকে দ্বীনী খিদমাত আঞ্জাম দিবে।
৩- নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করে ইলমী ইজতিমা করবে।
৪- দ্বীনী বই প্রকাশ করবে।
আল্লাহ রাব্বুল আলামীন জামিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করুন। আমীন। ছুম্মা আমীন।
amin