১৪৩৩/৩৪ হিজরী শিক্ষাবর্ষের তৃতীয় সেমিষ্টার পরীক্ষা শেষে আজ থেকে জামিয়া ছুটি
আলহামদুলিল্লাহ!
ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকার ১৪৩৩/৩৪ হিজরী মোতাবিক ২০১২/১৩ ঈসাব্দ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিষ্টার পরীক্ষা শেষে আজ ২৩শে জুন ২০১৩ ঈসাব্দ রোজ রবিবার আনুষ্ঠানিকভাবে জামিয়া ছুটি হয়।
আল্লাহ তাআলার রহমতে জামিয়া থেকে এ বছর ৩০ জন আলেম মুফতী হিসেবে সনদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
আমরা সকল ফারেগীন ছাত্রদের দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা জামিয়ার সকল ছাত্রদের দ্বীনের একনিষ্ট দাঈ হিসেবে কবুল করুন। সম্মানজনক রিজিকের ফায়সালা করে দিন। দ্বীনদারদের দুনিয়াদারের হাতে বেইজ্জতী হওয়া থেকে হিফাযত করুন। আমীন। ছুম্মা আমীন।
বিঃদ্রঃ জামিয়া বন্ধ থাকায় আগত রমজান মাস পর্যন্ত জামিয়া সাইটে প্রশ্নোত্তর ও প্রবন্ধ প্রকাশনা বন্ধ থাকার সমূহ আশংকা রয়েছে। তাই প্রিয় পাঠকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা পুরাতন পোষ্টগুলো পড়ুন। ইনশাআল্লাহ রমজানের প্রথম দিন থেকেই আবার নিয়মিত প্রশ্নোত্তর ও প্রবন্ধ প্রকাশনা হতে থাকবে।
সবার জন্য কল্যান কামনা। জাযাকুমুল্লাহ।
এতদিন ওয়েবসাইট বন্ধ !
Ore allah atodin bondho thakbe,amar to valo lagbena mufti saheb.