জামিয়াতুল আস’আদ সাইটের জন্য নতুন কম্পিউটার ক্রয় করা হয়েছে আলহামদুলিল্লাহ!
অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহ তাআলার অশেষ রহমাতে জামিয়াতুল আস’আদ ওয়েব সাইটের জন্য নতুন কম্পিউটার ক্রয় করা হয়েছে। যার দাম পড়েছে “একত্রিশ হাজার আটশত” [31800/=] টাকা। যার অধিকাংশ ব্যয় বহন করেছেন জামিয়ার শুভাকাংখি চট্টগ্রামের আখতারুজ্জামান নামের এক ভাই। আল্লাহ তাআলা তার নেক মাকসাদে হাসানাকে পূর্ণ করুন। বাকি আরও বেশ কিছু টাকা ঋণ রয়ে গেছে। আল্লাহ তাআলা যেন অতি দ্রুত তা পরিশোধ করার ব্যবস্থা করে দেন।
জামিয়ার শুভাকাংখী সকলের কাছে দুআ প্রার্থী। আমাদের এ পথচলা যেন কখনো থমকে না যায়। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা যেন অকপটে বলে যেতে পারে আমাদের জামিয়া কিয়ামত পর্যন্ত।
জাযাকুমুল্লাহ।
আর্থিক ও সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ করুন
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
১৫০/ সি , ওয়াপদা রোড , (পাওয়ার হাউজ সংলগ্ন) , পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯
হাফীজুদ্দীন, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং -০২৪১১২০০২৬৪৭৫
আল আরাফা ইসলামী ব্যাংক , মৌচাক শাখা, ঢাকা।
ইমেইল- jamiatulasad@gmail.com
মোবাইল-০১৮১৮৭৩২৪৬৫, ০১৮১৮৭৮১৩৮৩,
alhamdulillah.
আলহামদুলিল্লাহ
Alhamdulillah. Tahole akhon theke niyomito probondho,prosno-uttor pawa jabe!
…INSHA ALLAH
আসসালামুআলাইকু ওয়ারাহমাতুল্লাহ।
জামিয়ার শিক্ষা কার্যক্রম এখন বন্ধ। রমজানের পর এক সপ্তাহ পর্যন্ত জামিয়ার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তাই হয়তো দুই একদিন বা তার চেয়ে বেশি দিন মাঝে আপডেট বন্ধ থাকতে পারে। তবে রমজানে ও ঈদের পর থেকে নিয়মিত আপডেট হবে ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ।
Alhamdulillah
alhamdulillah