জামিয়াতুল আস’আদে সহযোগিতা পাঠিয়ে দ্বীনী খিদমায় অংশ নিন
السلام عليكم ورحمة الله وبركاته
জনাব,
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা আল্লাহ তায়া’লার অশেষ রহমতে গত অক্টোবর ২০০৯ ঈসাব্দ মোতাবেক জিলক্বদ ১৪৩০ হিজরী সনে প্রতিষ্ঠিত ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের উচ্চতর একটি গবেষণা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ! অতি অল্প সময়ে জামিয়া দ্বীনি খেদমতে অনেক কৃতীত্বের স্বাক্ষর রেখেছে। জামিয়ার নিজস্ব সাইট www.jamiatulasad.com এ বিভিন্ন মাসায়েলের শরয়ী সমাধান, গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করা হচ্ছে নিয়মিত। সাধারণ মুসলমানদের ঈমান-আমল এর প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষে মাসিক “ইসলাহী মজলিস” হচ্ছে প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। সেই সাথে তৃণমূল পর্যায়ের মুসলমানদের মাঝে আমলী প্রশিক্ষণ ও সঠিক আক্বিদা-বিশ্বাস এবং সহীহ আমলের জযবা তৈরীর জন্য প্রতি দু’মাস অন্তর অন্তর আম “ওয়াজ মাহফিল”ও অনুষ্ঠিত হচ্ছে খোদার ফযলে।
মহান রাব্বুল আলামিনের অপার কৃপায় জামিয়া তার চতুর্থ শিক্ষাবর্ষ ১৪৩৩/৩৪ হিজরী মোতাবেক ২০১২/১৩ ঈসাব্দ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। জামিয়ার ইফতা বিভাগ থেকে তৃতীয় শিক্ষাবর্ষে ৩০ জন ছাত্র কৃতিত্বের সাথে মুফতীর সনদ পাবার যোগ্যতা অর্জন করেছে। জামিয়ার বাসা ভাড়াসহ “ফিক্বহী সেমিনার” ও “ফিক্বহী প্রতিযোগিতা” এবং “ইসলাহি মজলিস” ইত্যাদি আয়োজনসহ প্রতিষ্ঠানিক বিশাল অংকের খরচ সত্বেও বেশ ক’জন ছাত্রকে পূর্ণ বা আংশিক ফ্রী আবাসন ও খোরাকীর ব্যাবস্থা করা হয়েছে। উস্তাদদের বেতন বকেয়া পরিশোধ করা ছাড়াও জামিয়ার কুতুবখানাকে সমৃদ্ধ করার জন্য বিশাল অংকের অর্থ প্রয়োজন। তাই দ্বীন দরদী ভাই-বোনেরা
যেসব ফান্ডে সহযোগিতা পাঠাতে পারেনঃ
# লিল্লাহ ফান্ড। [জামিয়ায় ভর্তি হওয়া মেধাবী গরীব ছাত্রদের পড়াশোনায় সহযোগিতার জন্য যাকাত-সদকাতুল ফিতিরের অর্থ দেয়া যাবে]
# কুতুবখানা ফান্ড। [জামিয়ায় আগামী শিক্ষাবর্ষে “রদ্দে ফিরাক্বে বাতিলা” বিভাগের জন্য প্রায় দুই লাখ টাকার কিতাব ক্রয় করা প্রয়োজন]
# কম্পিউটার ফান্ড। [আগামী শিক্ষাবর্ষের জন্য তিনটি কম্পিউটার, একটি প্রিন্টার প্রয়োজন। তাছাড়া জামিয়ার ওয়েব সাইটের জন্য ক্রয়কৃত কম্পিউটারেরও বেশি কিছু টাকা ঋণ রয়ে গেছে। তাই এ ফান্ডে আপনার স্বতস্ফুর্ত সহযোগিতা ইন্টারনেট জগতে জামিয়ার পদচারণা আরো দীপ্ত করবে ইনশাআল্লাহ]
# বেতন ফান্ড। [জামিয়ার শিক্ষক ও ষ্টাফদের সকলেরই প্রায় এক বছর দুই বছর যাবত বেতন দেয়া হয়নি অর্থ সংকটের কারণে। এ ফান্ডেও সহযোগিতা করেও জামিয়ার দ্বীনী খিতমাতে অংশিদার হতে পারেন]
# উন্নয়ন ফান্ড। [জামিয়ার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর করা এবং আসবাব ক্রয়ের জন্য এ ফান্ডে সহযোগিতা পাঠাতে পারেন]
# সেমিনার ফান্ড [বিভিন্ন সময়ে বাতিল ফিরক্বা ও বিভিন্ন দ্বীনী বিষয় নিয়ে আয়োজিত সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত ফান্ডেও আপনার সহযোগিতা দ্বীনী খিদমাতকে আরো বেগবান করবে বলে আশা রাখি]
# বাসা ভাড়া ও আবাসন ফান্ড [প্রতি মাসে জামিয়ার বাসা ভাড়া ইত্যাদি বাবত প্রায় ৪০,০০০/= {চল্লিশ হাজার টাকা} টাকা ব্যয় হয়ে থাকে]
ইত্যাদি যে কোন ফান্ডে সহযোগিতা করে সদকায়ে জারিয়ার অংশিদার হোন।
বিঃ দ্রঃ বিশেষ করে মিসকিন ফান্ডে আপনার যাকাতের টাকা দিয়ে দ্বীনি কাজকে আরো বেগবান করার সৌভাগ্য অর্জন করুন।
{যাকাত বা সদকাতুল ফিতিরের টাকা পাঠালে দয়া করে মেইল করে বা মোবাইলে কল করে জানিয়ে দেয়া বাঞ্ছনীয়। সেই সাথে কোন খাতে অর্থটি পাঠানো হচ্ছে তা জানিয়ে দেয়ার অনুরোধ রইল]
আর্থিক ও সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ ককরুন
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
১৩৮/৫/ডি জামতলা, পূর্ব রামপুরা ঢাকা-১২১৯।
হাফীজুদ্দীন, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং -০২৪১১২০০২৬৪৭৫
আল আরাফা ইসলামী ব্যাংক , মৌচাক শাখা, ঢাকা।
ইমেইল- jamiatulasad@gmail.com
আরজগুজার
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক- জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা
মোবাইল- ০১৮১৮৭৩২৪৬৫, ০১৭৬২১২১০৯৩