ইতিকাফ উপলক্ষে জামিয়ার ওয়েব সাইটের আপডেট বন্ধ থাকবে ঈদের পর পর্যন্ত
জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা ওয়েব সাইটের সকল ভিজিটরদের জানানো যাচ্ছে যে, মাহে রমজানের মহান ইতিকাফ উপলক্ষে জামিয়ার ওয়েব সাইট রমজানের শেষ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ছুটির কারণে ১৬ ই আগষ্ট পর্যন্ত জামিয়া সাইটের আপডেট বন্ধ থাকবে। ইনশাআল্লাহ ঈদের পর ১৭ ই আগষ্ট ২০১৩ ঈসাব্দ থেকে জামিয়া সাইটে নিয়মিত প্রশ্নোত্তর ও প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হতে থাকবে।
সকলের নিকট দুআ প্রার্থী। সেই সাথে সকলকে ঈদের শুভেচ্ছা।
আল মুলিন
জামিয়া কর্তৃপক্ষ