১৪৩৬-৩৭ হিজরী মোতাবিক ২০১৫-১৬ ঈসাব্দ শিক্ষাবর্ষে জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকায় ভর্তি চলছে
ভর্তির নিয়ামাবলী
ভর্তি শুরু –
২৫শে জুলাই ২০১৫ ঈসাব্দ মোতাবেক ৮ ই শাওয়াল ১৪৩৬ হিজরী রোজ শনিবার থেকে শুরু হবে।
যেসব জামআতে ভর্তি হওয়া যাবে-
ইফতা বিভাগ [ফাতাওয়া বিভাগ] এক বছর মেয়াদী।
তালিমুদ্দীন বিভাগ-[জেনারেল শিক্ষিতদের জন্য]
ভর্তির যোগ্যতা-
ইফতা বিভাগে ভর্তির জন্য অবশ্যই দাওরায়ে হাদীস পাশ হতে হবে। সেই সাথে ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৬৫ নম্বর পেতে হবে।
তালিমুদ্দীন বিভাগে ভর্তির জন্য কমপক্ষে আক্ষরিক জ্ঞান থাকতে হবে।
জামিয়ায় ভর্তির শর্তাবলী
# আকাবীরে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা-চেতনা পোষন করতে হবে।
# লেবাস-পোশাক ও আমল-আখলাকের সর্বক্ষেত্রে সুন্নাতের অনুসারী হতে হবে।
# যে প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়ন কপি জমা দিতে হবে।
# ভর্তিচ্ছু সকল ছাত্রকে চেয়ারম্যান /কমিশনার সার্টিফিকেট দাখিল করতে হবে। (ভর্তির পর প্রথম দুই মাসের মাঝে)
# জন্ম নিবন্ধন/আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। (ভর্তির পর প্রথম দুই মাসের মাঝে)
# ইফতায় ভর্তি প্রার্থীকে বুখারী শরীফ-১,তিরমিজী-১ , হিদায়া-৩ এবং নুরুল আনোয়ারের উপর দু’বারের দাখেলা ইমতিহানে উত্তীর্ণ হতে হবে।
আর দাওয়া বিভাগে ভর্তি প্রার্থীকে বুখারী-১ম খন্ডের পরীক্ষা দিতে হবে।
# অবিবাহিত হতে হবে।
# অন্য কোন প্রতিষ্ঠানে কর্মরত/শিক্ষারত না হতে হবে।
# আবাসিক হতে হবে।
# রাজনৈতিক/অরাজনৈতিক কোন সংগঠনের সাথে সম্পর্ক রাখতে পারবে না।
# মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজনে জামিয়ার দফতর থেকে যোগাযোগ করা যাবে।
# বিশেষ করে দাওয়া বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীকে বাতিল মতবাদ নির্মূলে ভূমিকা রাখার প্রত্যয় রাখতে হবে।
# উল্লেখিত শর্তসহ মাদরাসার যাবতীয় শর্ত-আইন মানার প্রতি আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে ।
ফরম সংগ্রহ –
প্রতিদিন সকাল ৮ টা থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে।
দাখেলা ইমতিহান-
প্রাথমিক যাচাইয়ের সাথেসাথে প্রতিদিন সকাল ৯টা থেকে বুখারী ১ম খন্ড , হেদায়া ৩য় খন্ড, তিরমিজী ১ম খন্ড ও নূরুল আনোয়ারের পরীক্ষা নেয়া হবে।
পরিচালকের মঞ্জুরী-
দাখেলা ইমহিতানে উত্তীর্ণ হয়ে জামিয়ায় ভর্তি হওয়ার যোগ্য গণ্য হলে পরিচালক সাহেবের মঞ্জুরী নিতে হবে।
ভর্তি কার্য সমাধাকরণঃ
পরিচালক সাহেবের মঞ্জুরীর পর সেদিনই দফতরে ইহতিমামে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্জ সমাধা করতে হবে।
সতর্কীকরণঃ
দাখেলা ইমতিহানে উত্তীর্ণ হয়ে জামিয়ায় ভর্তি হওয়ার যোগ্য গণ্য হওয়ার পর সেদিনই ভর্তি কার্য সমাধা না করলে ফরম বাতিল বলে গণ্য হবে।
আল মু’লিন
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা
জামিয়ায় আসার ঠিকানা
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
১৫০/সি, ওয়াপদা রোড, পশ্চিম রাম্পুরা, ঢাকা-১২১৯।
ওয়াপদা রোড পাও্যার হাউজের পাশে টিয়া রঙের সাত তলা ভবনের সপ্তম তলায়।
বিস্তারিত জানতে কল করুন-
মুফতী আব্দুল হাসীব-০১৮১৮৭৮১৩৮৩
মুফতী মোস্তাফা কামাল-০১৭৬২১২১০৯১
মুফতী আতাউস সামাদ- ০১৮৩৭৮০৯৫৭৬
Vai ifta,dawa,o khususi dawa bivage vorti from koto?r masikbeton koto? Jara khususi daWA bivage vorti hote icchuk tader ki imtehan dite hobe?dile kon bisoyer opor?
ভর্তি ফরম – ১০০/=
ভর্তি ফী = ইফতা বিভাগ – ২,৫০০/=
দাওয়া বিভাগ-২,৫০০/=
খুসুসী বিভাগ-১০০০/=
মাসিক প্রদেয় – ইফতা বিভাগ – ৩,০০০/=
দাওয়া বিভাগ – ৩০০০/=
খুসুসী বিভাগ – ৫০০/=
ভর্তির যোগ্যতা-ইফতা ও দাওয়া বিভাগে ভর্তির জন্য অবশ্যই দাওরায়ে হাদীস পাশ হতে হবে। সেই সাথে ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৬৫ নম্বর পেতে হবে।
খুসুসী বিভাগে ভর্তির জন্য কমপক্ষে আক্ষরিক জ্ঞান থাকতে হবে।