জেনারেল শিক্ষিতদের জন্য জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকায় নতুন ধারার দাওয়া বিভাগ চালু
খুসুসী দাওয়া বিভাগ সম্পর্কিত তথ্যাদী
১–সপ্তাহের প্রতি শনিবার ক্লাস হবে। প্রয়োজনে ক্লাসের দিন বাড়ানো হবে।
২–ক্লাসটি শুরু হবে বিকাল ২ টা থেকে ৩.৩০ পর্যন্ত।
৩–প্রতি ক্লাসে আলাদা আলাদা বিষয়ের উপর লেকচার হবে।
যে সকল বিষয়ে দরস হবে
১–আকায়েদে আহলে সুন্নত ওয়াল জামাআত।
২–রদ্দে ফিরাকে বাতিলা, যেমন নাস্তিকতা, কথিত আহলে হাদীস মতবাদ, কাদিয়ানী মতবাদ, শিরক বিদআদ, মওদুদী মতবাদ, শিয়া মতবাদসহ সকল বাতিল মতবাদের উপর লেকচার ও প্রশ্নোত্তর ভিত্তিক ক্লাস নেয়া হবে।
জামিয়ায় আসার ঠিকানা
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
১৩৮/৫/ডি জামতলা, পূর্ব রামপুরা ঢাকা-১২১৯।
রামপুরা বাজার থেকে পূর্ব দিকের রাস্তায় এসে বউ বাজার হয়ে জামতালার প্রথম গলির মাথায় ছয় তলা বিল্ডিং।
বিস্তারিত জানতে কল করুন-
মুফতী আব্দুল হাসীব-০১৮১৮৭৮১৩৮৩
মুফতী আতাউস সামাদ- ০১৮৩৭৮০৯৫৭৬
লুৎফুর রহমান ফরায়েজী-০১৭২৩৭৮৫৯২৫
মাশাআল্লাহ। খুব ভালো উদ্যোগ। আল্লাহ কবুল করুন
আল্লাহ কবুল করুন।একটা পরামর্শ থাকবে ভালো লাগলে যোগ করতে পারেন।আপনাদের প্রতিটা ক্লাশের অডিও ডাউনলোড লিংক দিলে আমরা যারা ঢাকার বাইরে থাকি তাদের আরও উপকার হয় ।ভেবে দেখবেন ।সাথে আছি ইনশাল্লাহ ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
জি ইনশাআল্লাহ। তাও করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
ভাল উদ্যোগ। তবে ক্লাস শুক্রবারে হলে মনে হয় ভাল হত। অনেকের শনিবারে ক্লাস কিংবা অফিস থাকে।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
ভাল পরামর্শ দিয়েছেন। ভর্তি সম্পন্ন হওয়ার পর সকলের মত নিয়ে আমরা সময় পরিবর্তন করতে পারি। জাযাকাল্লাহ।
আলহামদুলিল্লাহ্
আমরা জেনেরালদের জন্য হুবই মেহেরবান।
জেনারেলদের জন্য এই উদ্দ্যেগ মহান উদ্দ্যেগ।
আমার জানামতে কথিত আহলে হাদীস দলটা বেশীর ভাগ তথা ৯০% স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পাকরাও করে। আধুনিক যুগের ছেলেরাতো যুক্তির উপর নির্ভরশীল।
যুক্তি দেয় কিন্তু যারা শুনে তারাতো আর হাদীস গ্রন্থ খোলে দেখে না। তারই জন্য যতসব সমস্যা।
আপনাদের এই উদ্দ্যেগসহ আরো যতসকল সহীহ উদ্দ্যেগকে আল্লাহ্ কবুল করুক।
আমিন।
হায় হায় ! রফাদানী গোষ্ঠির পেটে আঘাত ।
masallah khub valo !
মাশাল্লাহ খুব ভালো ।আপনাদের ক্লাসের আলোচনার সারাংশকে সাইটে আপডেট দিবেন যাতে আমরা যারা ক্লাসে ভর্তি হ ই নি তারাও উপক্ৃত হতে পারি ।
মাশা আল্লাহ। খুব ভালো উদ্দ্যোগ।
মাশাআল্লহ। ভালো উদ্যেগ। শুক্র শনি দুই দিনই থাকলে ভালো হয়। যার যেটা সুবিধা হয়, তখন ক্লাস করবে। জাঝাকাল্লহু খায়ির।
সালাম হযরত। খুব ভালো লাগলো। ভর্তির নিয়ম জানালে ভালো হয়।
ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
ভর্তির নিয়ম হল, জামিয়ায় এসে ভর্তির ফরম পুরণ করে ভর্তি হতে হবে। ব্যস এতটুকুই। জাযাকাল্লাহ।
কোর্স ফি টা জানালে উপক্রিত হোতাম, যাযাক আল্লাহ খাইরান
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
ভাইজান! ইচ্ছেকৃত ভর্তি ফি বা মাসিক ফি এর কথা লিখা হয়নি। কারণ অনেকে হয়তো টাকা লাগবে শুনে না ও আসতে পারেন।
আমরা চাচ্ছি একদল লোক তৈরী হোক। টাকা এখানে মূল বিষয় নয়।
সিষ্টেমের জন্য ভর্তি ফি ধরা হয়েছে ১০০০ (এক হাজার টাকা) আর ভর্তি ফরম ১০০ (একশত টাকা)
আর মাসিক প্রদেয় ধরা হয়েছে ৫০০ (পাঁচশত টাকা)।
তবে এটি আমাদের মূল মাকসাদ অবশ্যই নয়। যাদের সামর্থ আছে তারা মাসিক এ চার্জ নিয়মিত পরিশোধ করবেন। আর যাদের সামর্থ নেই। তাদের বিষয়ে আমাদের কোন আপত্তি নেই। তাই টাকা পয়সার ক্ষেত্রে ফিকির না করে বন্ধু বান্ধবসহ চলে আসুন। ইনশাআল্লাহ বর্তমান জমানার ফিতনা সম্পর্কে সম্মক অবগতি লাভ করতে পারবেন আশা করি মহান রাব্বুল আলামীনের রহমাতে। সেই সাথে সহীহ আক্বিদা বিশ্বাস সম্পর্কেও হবে স্বচ্ছ ধারণা ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমীন।
Allah jeno apnader uddug ke kobul koren. Amin.