জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকার ইফতিতাহী দরস ২১ শে আগষ্ট ২০১৩ ঈসাব্দ
আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ শুকরিয়ার সাথে জানাচ্ছি যে, ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকার ১৪৩৪/৩৫ হিজরী মোতাবিক ২০১৩/১৪ ঈসাব্দ শিক্ষাবর্ষের ইফতিতাহী দরস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ২১শে আগষ্ট ২০১৩ ঈসাব্দ রোজ বুধবার জামিয়া মিলনায়তনে সকাল ১১ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে এ মুবারক মাহফিল।
আমন্ত্রিত উলামায়ে কেরাম
হযরত মাওলানা মুফতী মাহমুদুল হাসান
প্রিন্সিপাল-জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা।
হযরত মাওলানা মুফতী জাফর আহমাদ
প্রিন্সিপাল-মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা।
হযরত মাওলানা আবুল হাসান
প্রিন্সিপাল-মিফতাহুল উলুম মাদরাসা মধ্যবাড্ডা, ঢাকা।
হযরত মাওলানা মুফতী আব্দুস সালাম
মুহাদ্দিস-জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা।
হযরত মাওলানা আরীফ উদ্দীন মারূফ
মুহাদ্দিস-জামিয়া ইকরা ঢাকা।
হযরত মাওলানা নজরুল ইসলাম
মুহাদ্দিস-জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা।
এছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
ইসলাম ও দ্বীনী শিক্ষার প্রচারের সকল শুভাকাঙ্খীদের কাছে দুআর আবেদন রইল।