জেনারেল শিক্ষিতদের দাওয়া বিভাগের প্রথম দরস আগামী ৩১শে আগষ্ট ২০১৩ ঈসাব্দ
আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়ার মাধ্যমে জানাচ্ছি যে, আগামী ৩১শে আগষ্ট ২০১৩ ঈসাব্দ রোজ শনিবার বিকাল ২.৩০ মিনিট থেকে শুরু হচ্ছে জেনারেল শিক্ষিতদের দাওয়া বিভাগের নির্ধারিত কার্যক্রম।
প্রথম দিন দরস প্রদান করবেন, জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকার পরিচালক মুফতী হাফীজুদ্দীন সাহেব।
দরসের আলোচ্য বিষয়ঃ
ইসলামী আক্বিদা কি? আক্বিদা বিশুদ্ধ করণের প্রয়োজনীয়তা
বিশেষ দাওয়া বিভাগে ভর্তি হওয়া সকল দ্বীনী ভাইয়েরা স্ববান্ধব উক্ত দরসে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
খুসুসী দাওয়া বিভাগ সম্পর্কিত তথ্যাদী
১–সপ্তাহের প্রতি শনিবার ক্লাস হবে। প্রয়োজনে ক্লাসের দিন বাড়ানো হবে।
২–ক্লাসটি শুরু হবে বিকাল ২ টা থেকে ৩.৩০ পর্যন্ত।
৩–প্রতি ক্লাসে আলাদা আলাদা বিষয়ের উপর লেকচার হবে।
যে সকল বিষয়ে দরস হবে
১–আকায়েদে আহলে সুন্নত ওয়াল জামাআত।
২–রদ্দে ফিরাকে বাতিলা, যেমন নাস্তিকতা, কথিত আহলে হাদীস মতবাদ, কাদিয়ানী মতবাদ, শিরক বিদআদ, মওদুদী মতবাদ, শিয়া মতবাদসহ সকল বাতিল মতবাদের উপর লেকচার ও প্রশ্নোত্তর ভিত্তিক ক্লাস নেয়া হবে।
জামিয়ায় আসার ঠিকানা
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
১৫০/সি, ওয়াপদা রোড(পাওয়ার হাউজ সংলগ্ন) রামপুরা ,ঢাকা-১২১৯
বিস্তারিত জানতে কল করুন-
মুফতী আব্দুল হাসীব-০১৮১৮৭৮১৩৮৩
মুফতী আতাউস সামাদ- ০১৮৩৭৮০৯৫৭৬
জামিয়াতুল আসাদের উদ্যোগকটে আল্লাহ সফল করুন ।
Jajakallah mufti saheb
as salamo alaykom,jajakoml llah ahsanal jaja fid darayen.amin
alhamdulillah, khub valo.