জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা এখন নতুন ঠিকানায়
১৩৮/৫/ডি জামতলা, পূর্ব রামপুরা ঢাকা ছেড়ে এখন জামিয়া নতুন ঠিকানায়। বর্তমানে রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৭তলা বিল্ডিংয়ের ৭ম তলায় জামিয়ার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তাই শুভানুধ্যায়ীগণ যদি জামিয়ায় আগমণ করতে চান, তাহলে পূর্ব ঠিকানায় এখন জামিয়াতুল আস’আদ পাওয়া যাবে না। তাই নতুন ঠিকানায় আগমনের আহবান রইল।
প্রয়োজনে
মুফতী মোস্তফা কামাল- ০১৭৬২১২১০৯১
মুফতী আতাউস সামাদ- ০১৭৮২৬৭৯৭৫৬
জাযাকুমুল্লাহ।