দ্বিতীয় সেমিষ্টার ইমতিহান পরবর্তী ছুটি শেষে জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা খুলেছে আজ
ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল আসআ’দ আলইসলামিয়া ঢাকা এর ১৪৩৪/৩৫ হিজরী মোতাবিক ২০১৩/১৪ ঈসাব্দ শিক্ষাবর্ষের প্রথম সেমিষ্টার ইমতিহান সুষ্ঠুভাবে সমাপনের শেষে বিগত ৮ই সফর ১৪৩৫ হিজরী মোতাবিক ১২ই ডিসেম্বর ২০১৩ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার থেকে জামিয়ার শিক্ষা কার্যক্রম আজ ১৬ই সফর ১৪৩৫হিজরী মোতাবিক ২০ই ডিসেম্বর ২০১৩ ঈসাব্দ রোজ শুক্রবার পর্যন্ত বন্ধ ছিল।
বন্ধ শেষে জামিয়া খুলেছে আজ। ইনশাআল্লাহ আগামীকাল ভোর থেকে জামিয়ার নির্ধারিত শিক্ষা কার্যক্রম সূচিবদ্ধ নিযামুল আওকাত অনুসারে শুরু হবে।
বিঃদ্রঃ জামিয়া বন্ধ থাকায় জামিয়ার সাইটের আপডেটও বন্ধ ছিল। ইনশাআল্লাহ আগামীকাল থেকে জামিয়া সাইটে নিয়মিত প্রশ্নোত্তর ও গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হতে থাকবে।
সবার দুআপ্রার্থী।
আলমুলিন
জামিয়া কর্তৃপক্ষ