আকাবিরদের বর্ণালী জীবনই আমাদের চলার পথের পাথেয় – মুফতী হাফীজুদ্দীন
(স্বাগত ভাষণ, পরিচালক: অত্র জামিয়া)
حامدا و مصليا و مسلما – اما بعد..
উপস্থিত সম্মানিত ওলামা ও মুরুব্বিয়ানে কিরাম ও আযীয ত্বলাবা! আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণী ও করুণায় গত অক্টোবর ’০৯ ঈসায়ী মোতাবেক আরবী শাওয়াল মাসে আল্লাহ তায়ালার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই দ্বীনী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। মাওলানা উমায়েরের সহযোগিতায় জনাব আলহাজ্জ্ব মুহিউদ্দীন সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত পূর্ব রামপুরার জামতলা, ১৩৮/৫/ডি বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে। প্রতিষ্ঠালগ্ন থেকে মাওলানা উমায়েরের ও জনাব মুহিউদ্দীন সাহেবের অকৃত্রিম সহযোগিতা ও আন্তরিকতা আমাদের চলার পথকে করেছে বাধামুক্ত। আল্লাহ তাআলা তাদের উত্তম খায়ের দান করুন দুনিয়া ও আখিরাতে। এ ছাড়া সালামবাগ মাদরাসার সম্মানিত মুহতামিম মাওলানা নজরুল ইসলাম সাহেব মাদরাসা প্রতিষ্ঠার শুরুলগ্ন থেকে আমাদের সহযোগিতা করেছেন আন্তরিকতার সাথে। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন।
সুমহান আল্লাহর সীমাহীন দয়ায় প্রতিষ্ঠিত এ জামিয়া প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল – একদল আলেম বা-আমল মর্দে মুজাহিদ তৈরি করা। যারা হবে আকাবিরদের স্বর্ণালী পথের যাত্রী। আকাবিরে দেওবন্দ,সালাফে সালেহীনদের রেখে যাওয়া পথের যারা হবে দ্বীপ্ত কাণ্ডারী। অমানিশার আঁধারে নিমজ্জিত জাতিকে আলোর দিশা দিতে হবে যুগোপযোগী যোগ্য মুফতী।
আলহামদুলিল্লাহ!মহান প্রভুর মেহেরবাণীতে চারটি মাস দরস-তাদরীস, মুতালাআ ও গবেষণার পর সফলতার সাথেই আজ সমাপ্ত হল প্রথম পরীক্ষা। পরীক্ষার পর আজকের এই দোয়ার মাহফিল আয়োজনের আমাদের মূল উদ্দেশ্য হল, আমরা এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, তারা সবাই নবীন। তাই ছাত্ররা যেন বড়দের সৌভাগ্য অর্জন করার মাধ্যমে তাদের ইলমী ভান্ডারকে করতে পারে সমৃদ্ধ – এটাই আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য।সাথে সাথে আল্লাহর দরবারে চারটি মাস তার নুসরতে পরিপূর্ণ করে রাখার জন্য শুকরিয়া জানানো। ইনশা’আল্লাহ আশা রাখি ছাত্ররা আমণ্ত্রিত ওলামায়ে কিরামের জ্ঞানগর্ভ আলোচনার দ্বারা উপকৃত হবে।
وما توفيقى الا بالله