জামিয়াতুল আস’আদের জন্য সবার কাছে দুআ কামনা
সময়টা বড় নাজুক এখন। হক ও হক্যানিয়্যাতের দুর্দিন বলা যায়। একদিকে নাস্তিকতা, ধর্মদ্রোহীতা। অপরদিকে দ্বীনের নামে বদ্বিনীর সয়লাব। সত্য মিথ্যার মিশ্রণে বড়ই বিদঘুটে হালাত চলছে এখন। কে সত্যের দিকে ডাকে আর কে বাতিলের দিকে? বুঝা বড় কষ্টকর হয়ে গেছে সাধারণ মুসলিমের জন্য।
অপ্রপ্রচার আর প্রোপাগান্ডার চাপে হারিয়ে যেতে বসেছে মদীনার সেই স্বচ্ছ ইসলাম।
এমনি সময় জামিয়াতুল আস’আদ এক রাশ স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল।
ইলমী প্রাজ্ঞতা অর্জনের পাশাপাশি একদল চৌকস দ্বীনের মুবাল্লিগ তৈরী করা। যারা ইসলামী বিষয়ের প্রাজ্ঞতা অর্জনের পাশাপাশি দুনিয়াবী আবশ্যকীয় বিষয়েও রাখবে তীক্ষ্ণ নজর। ছড়াবে নিরেট ও পরিচ্ছন্ন মদীনার ইসলাম।
সেই লক্ষ্যেই ছাত্রদের আত্মশুদ্ধি এবং আম মুসলিম ভাইদের আত্মিক পরিশুদ্ধায়নের জন্য প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় বৃহস্পতিবার জামিয়ায় অনুষ্ঠিত হচ্ছে “ইসলাহী মাহফিল”। যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দ্বীনভুলা, আল্লাহভুলা মানুষ এসে খুঁজে পায় ইবাদতের জববা। আগ্রহ ও আকাংখা।
আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ! পরিপূর্ণভাবে লক্ষ্য অর্জিত না হলেও আমরা আমাদের সেই লক্ষ্য থেকে প্রতিষ্ঠালগ্নের পর থেকে আজো পিছপা হইনি। দিন দিন সেই জজবাকে আরো বেগবান করার প্রত্যয়ই বেড়ে চলছে।
জামিয়ার ছাত্র সংখ্যা এবং গবেষণা সংশ্লিষ্ট আসবাব বৃদ্ধির ফলে পূর্বের স্থান পরিবর্তন করে জামিয়া এখন নতুন ঠিকানায় এসেছে গত ১লা ডিসেম্বর ২০১৩ ঈসাব্দে।
নতুন ঠিকানায় আগমনের পর থেকে বেড়ে গেছে জামিয়ার দৈনন্দিন খরচ। প্রতি মাসেই প্রায় ৫৫ হাজার টাকার ঘাটতি থেকে যাচ্ছে। এছাড়া গবেষণার প্রয়োজনে আরো অনেক কিতাব সংগ্রহ করা আবশ্যক।
কিন্তু আমরা নিরাশ নই। নিশ্চয় আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামীন অনেক বড় দাতা। সেই সাথে দয়ালুও। তার খাজানায় কোন কমতি নেই। তার দ্বীনের প্রতিষ্ঠান টিকিয়ে রাখার ব্যবস্থা তিনিই করবেন ইনশাআল্লাহ। আমরা শুধু দুআ করতে পারি।
তাই জামিয়ার সকল শুভানুধ্যায়ী এবং শুভাকাংখীদের কাছে জামিয়ার জন্য মন খুলে প্রার্থনার আবেদন রইল। আল্লাহ রাব্বুল আলামীন যেন জামিয়ার সকল হাজাতকে তার কুদরতী খাজানা থেকে পরিপূর্ণ করে দেন। জামিয়ার সকল খিদমাতকে কবুল করে নেন। আমীন। ছুম্মা আমীন।
আর্থিক ও সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ করুন
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
১৫০/সি, ওয়াপদা রোড,পশ্চিম রামপুরা ঢাকা-১২১৭।
[পাওয়ার হাউজের দক্ষিন পাশের ৭ম তলা বিল্ডিংয়ের ৭ম তলা]
হাফীজুদ্দীন, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং -০২৪১১২০০২৬৪৭৫
আল আরাফা ইসলামী ব্যাংক , মৌচাক শাখা, ঢাকা।
ইমেইল- jamiatulasad@gmail.com
আরজগুজার
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক– জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা
মোবাইল- ০১৮১৮৭৩২৪৬৫, ০১৭৬২১২১০৯৩