মাদানী কাননের আরেকটি ফুল ঝরে গেল
ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আস’আদ মাদানী রহঃ খলীফা, সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন, নয়াসড়ক জামে মসজিদের খতিব, কানাইঘাট দারুল উলুম মাদরাসার দীর্ঘ দিনের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা ফয়জুল বারী মহিষপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেঈন।
গত ১০ ই জানুয়ারী ২০১৪ ঈসাব্দ রোজ শুক্রবার বেলা পৌনে ২টার সময় কানাইঘাট উপজেলার মহিষপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
সিলেটের প্রবীণ এই আলেমে দ্বীনের মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
তিনি স্ত্রী, এক ছেলে, আট মেয়েসহ অসংখ্য ছাত্র-ভক্ত অনুরক্ত রেখে যান। তার বয়স হয়েছিল ৯০ বছর প্রায়। তিনি দারুল উলুম কানাইঘাটে সাত বছর নাজিমে তালিমাত, প্রায় ২০ বছর মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। সিলেট নগরীর ঐতিহ্যবাহী নয়া সড়ক জামে মসজিদের খতিব ও নয়া সড়ক দারুল হাদিস টাইটেল মাদরাসার শায়খুল হাদিসের দায়িত্বও পালন করেন। পূর্ব সিলেটের কওমি মাদরাসাগুলোর প্রাচীনতম শিক্ষা বোর্ড আযাদ দ্বীনী এদারার সভাপতি ছিলেন। তিনি জীবনে সাতবারেরও অধিক পবিত্র হজ পালন করেন।
মরহুমের দীর্ঘ দিনের কর্মত্রে দারুল উলুম কানাইঘাট মাদরাসার সম্মুখে আল্লামা মুশাহিদ বায়মপুরী র:-এর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেঈন।