শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক সাহেব আর নেই
আজ ৮ই আগষ্ট ২০১২ ঈসাব্দ রোজ বুধবার দুপুর ১টায় নিজ বাসায় প্রথিতযশা শাইখুল হাদীস, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদীসদের শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক সাহেব ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হযরতের দারজাত বুলুন্দির জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে কায়মানোবাক্যে প্রার্থনা জানাই।
عن عبد الله بن عمرو بن العاص قال
: سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ( إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا )
”হযরত আব্দুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“নিশ্চয় আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের কাছ থেকে ইলমকে এক দফায় ছিনিয়ে নিবেন না। বরং আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলমের বিলুপ্তি ঘটাবেন। এমনকি যখন কোন আলেম অবশিষ্ট থাকবেনা, তখন লোকেরা মুর্খদেরকে নিজেদের নেতা বানাবে। সুতরাং তারা ইলম ছাড়া ফাতওয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরও পথভ্রষ্ট করবে”।
নিম্ন উল্লেখিত কিতাবে বর্ণিত হাদীসটি
সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৪৫৭১,
বুখারী শরীফ, হাদিস নং-১০০,
সহীহ মুসলিম শরীফ, হাদিস নং-৬৯৭১,
মুসনাদুশ শিহাব, হাদিস নং-৫৮১,
আল মু’জামুল আওসাত, হাদীস নং-৫৫,
সুনানে ইবনে মাজাহ হাদীস নং-৫২,
সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৫২,
সুনানে দারেমী, হাদীস নং-২৩৯,
সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৫৯০৭,
মুসনাদে আহমাদ, হাদীস নং-৫৬১১,
মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৪২২,
মুসনাদে ইবনুল জিদ, হাদীস নং-২৬৭৭,
মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১৭২
••• সুতরাং বিজ্ঞ হক্কানী আলেমদের মৃত্যু পৃথিবীবাসীর জন্য অশনি সংকেত •••
হে আল্লাহ! আমাদের তুমি হিফাযত কর। তোমার রহমাতের ছায়ায় স্থান দাও। হক্কানী রাব্বানী আলেমদের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত কর। বাতিলের চতুর্মুখী ষড়যন্ত্রে আজ আমরা দিশেহারা! হে রব! আজ বড় প্রয়োজন শাইখুল হাদীস সাহেবের মত ব্যক্তিত্বদের আমাদের পাশে থাকার।
তারপরও তোমার অমোঘ নিয়ম মেনে যাদের তোমার সান্নিধ্যে নিয়ে গেছো, তাদের উন্নীত কর সমূচ্চ মর্যাদায়। আমীন। ছুম্মা আমীন।