জামিয়াতুল আস’আদের ফারেগীন ছাত্রদের বাৎসরিক ‘ইজতিমা’ আগামীকাল
আগামীকাল ২৬ শে মে ২০১৪ ঈসাব্দ রোজ সোমবার ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আস’আদ আল-ইসলামিয়া ঢাকার ইফতা বিভাগ ও অন্যান্য বিভাগ থেকে ফারেগীন ছাত্রদের “বাৎসরিক ইজতিমা”জামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টা থেকে ইনশাআল্লাহ।
২০০৯/১০ ঈসাব্দ শিক্ষাবর্ষ থেকে ২০১২/১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ফারেগীন সকল ছাত্রবৃন্দকে উক্ত ইজতিমায় আন্তরিকতার সাথে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
জামিয়ার বর্তমান ঠিকানা
১৫০/সি ওয়াপদা রোড, পশ্চিম রামপুরা ঢাকা। পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৭ম তলা ভবনের ৭ম তলায়।
মোবাইল- ০১৭৬২১২১০৯১, ০১৭৮২৬৭৯৭৫৬।
আলমুলিন
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক-জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা।