ছুটির নোটিশঃ শিক্ষাবর্ষ সমাপন উপলক্ষে জামিয়াতুল আস’আদের শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে
ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকার ১৪৩৪/৩৫ হিজরী মোতাবিক ২০১৩/১৪ ঈসাব্দ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিষ্টার তথা সমাপনী পরীক্ষা শেষে হল ১৭ই জুন ২০১৪ ঈসাব্দ রোজ মঙ্গলবার।
সেই হিসেবে জামিয়ার শিক্ষা কার্যক্রম কাল থেকে বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আগামী ৬ ই আগষ্ট-২০১৪ ঈসাব্দ মোতাবিক ৮ ই শাওয়াল-১৪৩৫ হিজরী রোজ বুধবার থেকে জামিয়ায় ইফতা ও দাওয়া বিভাগে ভর্তি কাজ শুরু হবার মাধ্যমে জামিয়ার প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
অনিবার্য কারণবশতঃ জামিয়ার ওয়েব সাইটের আপডেটও সাময়িক বন্ধ থাকবে। তবে জমিয়া সাইটে প্রকাশিত পূর্বের লেখা সার্চ করে পড়ার সুযোগ রয়েছে।
সকলের কাছে দুআর দরখাস্ত।
আল’মুলিন
জামিয়া কর্তৃপক্ষ