এগিয়ে চলছে বয়স্কদের আলেম হওয়ার কার্যক্রম
মহান আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে জামিয়াতুল আস’আদের সকল কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে এগিয়ে চলছে।দ্বীনের খিদমাতকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে এই জামিয়ার পথচলা শুরু হয়ে আজ তা এগিয়ে চলছে নিরবিচ্ছন্ন ভাবে। মুরব্বিদের দোয়া ও নেক-নজর এবং দ্বীনদার ভাইদের সহযোগিতায় কণ্টকময় পথ অতিক্রম করছি আমরা দৃঢ়তারসাথেই। এই পথচলায় সবার কাছেই আমরা দোয়া প্রার্থী।
জামিয়ার নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরু হয়ে এগিয়ে চলছে সুন্দর নিয়মতান্ত্রিকতার মাধ্যমে। জামিয়ার শুভানুধ্যায়ীদের আনন্দের সাথে জানাচ্ছি যে, জামিয়ার অন্যতম বিভাগ, বয়স্কশিক্ষা বিভাগের কার্যক্রমও শুরু হয়েছে।এই বিভাগে শিক্ষা গ্রহণ করে মাত্র চার বছরে দাওরায়ে হাদীসে পড়ার যোগ্যতা অর্জন করবেন।এজন্য রয়েছে নির্ধারিত সিলেবাস। যা অভিজ্ঞ, দক্ষ উস্তাদদের তত্ত্বাবধানে শিক্ষা দেয়া হয়। আগ্রহীদের নিম্নেবর্ণিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হল।
০১৭৬২১২১০৯৩,০১৮১৮৭৮১৩৮৩
নিয়মাবলি
- বছরের যে কোন সময় ভর্তি হয়া যায়
- ভর্তি ফি : ১০০০/=
- মাসিক প্রদেয় : ১০০০/=
- ক্লাস সপ্তাহে তিন দিন, বাদ মাগরিব থেকে ৯টা পর্যন্ত
বয়স্কদের আলেম হওয়ার সিলেবাস
প্রথম বর্ষ
১. মীযানুস সরফের বাংলা অনুবাদ
২. ইলমুন নাহু এর বাংলা অনুবাদ
৩. উর্দু কা কায়দা এবং তালীমুল ইসলাম ১ম ও ২য় খন্ড
৪. এসো আরবী শিখি ১ম-২য় (সম্ভব হলে ২য় খন্ড তামরীন করে পড়ানো হবে)
৫. সূরা ফাতেহা সহ ৩০ পারার শেষ ১০সূরার তরজমা
৬. যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করেনি তাদের জন্য বেফাকের প্রথম বছরের বাংলা ইংরেজী
৭. আল হাদী ইলাস সরফ (বাংলা)
দ্বিতীয় বর্ষ
১. হিদায়াতুন নাহু
২. এসো আরবী শিখি ৩য় খন্ড ও কাসাসুন নাবিয়্যীন ১ম খন্ড
৩. আল ফিক্বহুল মুয়াস্যার ও কুদুরী “ক্রয় বিক্রয় অধ্যায়” (৫০ + ৫০ পৃষ্ঠা)
৪. উসুলুল ফিক্বহ (مبادىالأصو)
৫. আকায়েদ (ইসলামি আক্বীদা ও ভ্রান্ত মতবাদ- নির্বাচিত অংশ )
৬. তরজমাতুল কুরআ’ন (৩০তম পারা, সূরা ইয়াসিন ও সূরা আর রহমান)
৭. হাদীস (অনুবাদসহ ১০০টি)
৮. জেনারেল সাবজেক্ট (যারা পড়েননি কেবল তাদের জন্য)
তৃতীয় বর্ষ
১. আকায়েদ (আক্বীদাতুত ত্বহাবীও কিতাবুল ঈমান-মুফতী মানসূরুল হক )
২. তাফসীরে জালালাইন (সূরা বাক্বারা, সূরা আল-ইমরান, সূরা নিসা, সূরা নূর)
৩. أصولالتفسير
৪. হেদায়া ১ম খন্ড( كتابالطهارةوالصلاة )
৫. হেদায়া ২য় খন্ড( كتابالنكاحوالطلاق)
৬. অনুবাদসহ ১০০ টি হাদিস।
চতুর্থ বর্ষ
১. তরজমাতুল কুরআ’ন ( সূরা ওয়াকিয়া, সূরা মুল্ক, সূরা ফাতাহ ও সূরা আল আ’রাফ)
২. মিশকাতুল মাসাবিহ- (আংশিক)
৩. আকায়েদ شرحالعقائدالنسفية (শেষেরঅংশ) এবংপ্রশ্নোত্তরে ফেরাকে বাতেলা।
৪.ফিক্বহ هدايةأول নির্বাচিতঅংশ( كتابالصوموالزكاة )
৫.উসুলুলহাদীস( تيسيرمصطلحالحديث،مقدمةالمشكاة،شرحالنخبةالفكر)
৬.হেদায়া ৩য় খন্ড (كتاب البيوع) ও হেদায়া ৪র্থ (كتابالكراهية)
2 Responses
[…] দ্বীন শিখার উপযোগি করে নতুন আঙ্গিকে ৪ বছর মেয়াদী সিলেবাস প্রণয়ন করা হয়।এতে আরবী ভাষা থেকে […]
[…] এছাড়াও জেনারেল শিক্ষিত ভাই দের জন্য তালীমুদ্দীন বিভাগে ভর্তি চলবে। তালীমুদ্দীন বিভাগে ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য দেখুন। […]