রোযা রেখে আতর ব্যবহার করা যাবে কি না?
প্রশ্নঃ রোযা রেখে আতর ব্যবহার করা যাবে কি না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
রোযা রেখে আতর ব্যবহার করলে কোন সমস্যা নেই।
শরয়ী দলীল
في مرقي الفلاح:(كتاب الصوم)[صـ659] لا يكره للصائم شم رائحة المسك و الورد و نحوه
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। মারাকিল ফালাহ- ৬৫৯
২। ফাতাওয়া শামী ৩/৩৬৬
৩। ত্বহতবী আলাদ্দুররিল মুখতার ১/৪৫০
والله اعلم بالصواب
উত্তর প্রদানে
(মুফতী) আরমান সাদিক
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী আব্দুল হাসিব দা. বা. মুফতী হাফীজুদ্দীন দা. বা.
মুফতী প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া