বছর পূর্ণ হবার পূর্বে সম্পদ বেড়ে গেলে, বাড়তি অংশের উপর যাকাত দিতে হবে কি?
প্রশ্নঃ আমার প্রথম বারের মত যাকাত ফরজ হয়েছে। আমি জানি যাকাত ফরজ হবার জন্য নেসাব পরিমান সম্পদ এক বছর পূরণ হওয়া লাগে। প্রথম বারের মত আমার পাঁচ লক্ষ টাকায় এক বছর পূরা হতে ছিল, কিন্তু বছর শেষ হবার একমাস আগে এক লক্ষ টাকা বেড়ে ছয় লক্ষ টাকা হয়ে যায়। এই পরের এক লক্ষ টাকার উপর কিন্তু বছর অতিবাহিত হয়নি। এখন আমার প্রশ্ন হল কোন টাকার হিসেবে আমার যাকাত আদায় করতে হবে?
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
আপনার ছয় লাখ টাকার উপরই যাকাত দিতে হবে। কেননা বছর শেষ হবার পূর্বে নেসাব পরিমান সম্পদের সাথে যে পরিমান সম্পদ বৃদ্ধি পায় সেটার পুরোটার উপরই যাকাত দিতে হয়।
শরয়ী দলীল
في الفتاوى الهندية: (كتاب الزكاة)ٍ[ج 1ص237]ومن كان له نصاب فاستفاد في أثناء الحول مالا من جنسه ضمه إلى ماله وزكاه المستفاد من نمائه أولا وبأي وجه استفاد ضمه سواء كان بميراث أو هبة أو غير ذلك،
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। ফাতাওয়া হিন্দিয়া- ১/২৩৭
২। ফাতাওয়া শামী – ৩/২১৪
৩। মারাকিল ফালাহ – ৭১৫
والله أعلم بالصواب
উত্তর প্রদানে
(মুফতী) মুহাম্মাদ আরমান সাদিক
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন করেছেন
মুফতী আব্দুল হাসিব দা. বা. সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী মুফতী হাফীজুদ্দীন দা. বা.
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া