ইন্টারনেট ভিত্তিক সেবা কার্যক্রম ও জ্ঞাতব্য বিষয়
পরম করুনাময় আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আপনাদের প্রাণ প্রিয় ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আসআদ দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে ইসলামি শিক্ষা দীক্ষা বিস্তারে শত বাধা ও সীমাবদ্ধতাকে উপেক্ষা করে জামিয়া এগিয়ে চলছে সন্তর্পনে। এই জামেয়া প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামি ফিক্বহে পারদর্শী নায়েবে রাসূল তৈরীর পাশাপাশই সাধারণ মুসলমানদের ঈমান- আক্বীদা ও আমাল সঠিক করার ব্যাপারেও বিশেষ ভূমিকা রাখছে। সকলেই যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ও আকাবিরে দেওবন্দের আদর্শে অনুপ্রানিত হয়ে নিজের ঈমান আমল শুদ্ধ করে একজন প্রকৃত মুমিন হতে পারে সে লক্ষে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি।
সকলের জন্যই দ্বীন জানা ও শিখার উপায় সহজ করার নিমিত্তে জামিয়ার এই ইন্টারনেট ভিত্তিক সেবা কার্যক্রম চলছে। নিজস্ব ওয়েবসাইডের মাধ্যমে সমসাময়িক উদ্ভুত বিভিন্ন প্রশ্নের শরয়ী সমাধান দেওয়া হয়।এর মধ্যে রয়েছে প্রত্যেকের জন্য উন্মুক্ত প্রশ্ন করার ও দ্বীনি যে কোন বিষয় জানার সুযোগ। দীর্ঘ পাঁচ বছর যাবত জামিয়া মুসলমান জনসাধারনকে এই সেবা দিয়ে যাচ্ছে। সীমাবদ্ধতা ও প্রতিষ্ঠানের সার্বিক জরুরতের কারণে সব প্রশ্নের তড়িৎ উত্তর দেয়া সম্ভব হয়না। তাই সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থী।
জামিয়ার পক্ষ থেকে উত্তরসমূহের বৈশিষ্ট্যঃ
১। কুরআন সুন্নাহ এবং ফিক্বহ ও ফাতাওয়ার আলোকে প্রত্যেকে প্রশ্নের উত্তর দেয়া হয়।
২। গ্রহণযোগ্য ফাতাওয়ার কিতাবের উদ্ধৃতিসহ উত্তর দেওয়া হয়।
৩। দারুল উলূম দেওবন্দ (ইন্ডিয়া) থেকে ডিগ্রীধারী ও অভিজ্ঞ মুফতীয়ানে কেরামের সম্মিলিত সিদ্ধান্তে উত্তর প্রদান করা হয়।
৪। জটিল ও উদ্ভুত প্রশ্নের ক্ষেত্রে প্রয়োজনে দেশের শীর্ষস্থানীয় মুফতীদের সাথে পরামর্শক্রমে উত্তর প্রদান করা হয়।
৫। জামিয়ার রয়েছে সুবিশাল কিতাবের ভান্ডার। যা থেকে সরাসরি অধ্যায়ন করে উত্তর প্রদান করা হয়।
৬। কোন ব্যক্তি , প্রতিষ্ঠান বা গোষ্ঠীর প্রতি আক্রোশমূলক কোন উত্তর দেয়া হয়না। বরং সত্যকে তুলে ধরার নিমিত্তে সহজ সাবলীল ভাবে উত্তর প্রদান করা হয়। যে কোন ধরণের অনৈতিক ও অযৌক্তিক উগ্রতাকে পরিহার করে উত্তর দেওয়া হয়।
৭। বিশেষ ও জটিল প্রশ্নের ক্ষেত্রে সরাসরি মোবাইলে কথা বলেও সমাধান জানার সুযোগ রয়েছে।
সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দ্বীনি এই সেবা এগিয়ে নেয়ার জন্য সকলের কাছে আমরা দোয়া প্রার্থী।
প্রশ্ন পাঠান তিন পদ্ধতিতে,
- সরাসরি জামিয়ার মুফতীদের কাছে ফোন করে, এই নাম্বারে ০১৭৯৮৬৬৩০৮
- আমদের ওয়েব সাইট, jamiatulasad@gmail.com এ
- সরাসরি জামেয়ার ইফতা বিভাগে লিখিত ভাবে।