কসর নামজের সাথে সুন্নত নামাজ পড়তে পারবে কী?
আস্সালামু আলাই কুম,
প্রশ্নঃ (ক) আমি জানি জাহাজে চাকরী করলে কসর সালাত পরতে হয়। আমি কসর সালাতের সাথে সব সুন্নত সালাত পরতে পারব কি?
(খ) আর পাচ ওয়াক্ত সালাতে সুন্নত সালাত কত রাকাত দয়া করে জানাবেন কি?
(গ) ফজর আর মাগরিব সালাতের নাকি কসর নাই এই দুই ওয়াক্তের সালাত কি স্বাভাবিক নিয়মে পরতে হবে???
দয়া করে একটু তারাতারি জানাবেন, আমি ইন্দোনেশিয়া থেকে বলতেছি, এখানে এরা কোন নামাজ কসর পরে না সব স্বাভাবিক পরে।
বিঃদ্রঃ জাহাজ কোন জায়গায় ৭ থেকে ১০ দিনের বেশি স্থীর থাকে না।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ(ক) আপনি যদি স্বাভাবিক অবসস্থায় অথবা কোথাও স্থিত থাকেন, তাহলে কসর নামাজের সাথে সুন্নত নামজ পড়তে পারবেন। আর যদি চলমান, তাড়াহুড়ায় বা জান মালের নিরাপত্তা জনিত আসংকায় থাকেন, তখন সুন্নত নাপড়তে পারলে কোন সমস্যা নেই। তবে ফজর নামাজের সন্নত সর্বাবস্থায় পড়তে হবে।
(খ) পাঁচ ওয়াক্ত নামাজে মোট বার রাকাত নামজ সুন্নতে মুয়াক্কাদ্দাহ। সেগুলো হল, ফজরের পূর্বে দুই রাকাত, যোহরের পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত, মাগরিবের পর দুই রাকাত, এশার পর দুই রাকাত।
এ ছাড়া জুমার আগে পরে চার রাকাত করে নামাজ পড়াও সুন্নতে মুয়াক্কাদ্দাহ।
(গ) হ্যা, ফজর ও মাগরিবের নামজে কসর নেই, এ দুই নামজ স্বাভাবিক নিয়মেই পড়তে হয়।
শরয়ী দলীল
أخرج الترمذي في سننه(رقم556)- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ الحَضْرَمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَلَّى رَكْعَتَيْنِ، قَالَ: قُلْتُ لأَنَسٍ: كَمْ أَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ؟ قَالَ: عَشْرًا——- وَرُوِي عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: مَنْ أَقَامَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا أَتَمَّ الصَّلاَةَ.
و في الدر المختار: (صلى الفرض الرباعي ركعتين) ——- (ويأتي) المسافر (بالسنن) إن كان (في حال أمن وقرار وإلا) بأن كان في خوف وفرار (لا) يأتي بها هو المختار لأنه ترك لعذر تجنيس
و قال في رد المحتار: قلت: والظاهر أن ما في المتن هو هذا وأن المراد بالأمن والقرار النزول وبالخوف والفرار السير لكن قدمنا في فصل القراءة أنه عبر عن الفرار بالعجلة لأنها في السفر تكون غالبا من الخوف تأمل[ج2ص726-738]
وفي الفتلوى الهندية (ج1ص171)سن قبل الفجر وبعد الظهر والمغرب والعشاء ركعتان وقبل الظهر والجمعة وبعدها أربع. كذا في المتون
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। সুনানে তিরমিজী- ২/৯৮
২। ফাতাওয়া শামী- ২/৭২৬-৭৩৮
৩। ফাতাওয়া হিন্দিয়া- ১/১৭১
৪। ফাতওয়া তাতারখানিয়া- ২/৪৯৫
৫। ইলাউস সুনান- ৭/৩২৯
৬। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ -৪/৪৪৫,৪৬৪
والله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আতাউস সামাদ
মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী আব্দুল হাসিব দা বা মুফতী হাফীজুদ্দীন দা বা
মুফতী প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com
Huzur Apnara jakhon shoriay dolil den, okhan arabic ar satha bangla ortho likhla valo hay
এখনে প্রশ্ন করুন jamiatulasad@gmail.com
দলীল গুলোর সারাংশই উত্তরে লেখা হয়। কুরআনের আয়াত ও হাদীসের সাথে যথা সম্ভব চেষ্টা করি অনুবাদ সহ দিতে।
আর যে দলীল গুলোর অনুবাদ দিলে মানুষের ফায়দা হবে, সেগুলো অনুবাদ সহই দেয়া হবে । ইনশাল্লাহ!