জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকার “ইফতা” বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি
জামিয়া শারইয়্যাহ মালিবাগ ও জামিয়া ইকরা ঢাকার সুনামধন্য মুহাদ্দিস ও মুফতী হাফীজুদ্দীন সাহেব দা: বা: এর বিজ্ঞোচিত পরিচালনায় পরিচালিত জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকায় “ইফতা” ও “খুসুসী বিভাগে” আগামী ১৪৩৩/৩৪ হিজরী মোতাবিক ২০১১/১২ ঈসাব্দ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর-২০১১ ঈসাব্দ মোতাবিক ৮ ই শাওয়াল-১৪৩৩ হিজরী রোজ বুধবার থেকে।
বিভাগ সমুহ
# ইফতা বিভাগ (১ বৎসর)
# খুসুসী বিভাগ (বয়স্ক শিক্ষা) চার বৎসর মেয়াদী কোর্সে মেশকাত পর্যন্ত পাঠদান।
জামিয়ার বৈশিষ্টাবলী
# আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক ও আকাবীরে দেওবন্দের চিন্তা-চেতনায় খাঁটি ওয়ারীসে নবী তৈরী।
# ইলম ও আমলের সমন্বয় সাধনের আপ্রাণ চেষ্টায় দাওয়াত ও তাবলীগ এবং বুজুর্গদের সোহবত এখতিয়ারের অনুপ্রেরণা প্রদান।
# কুরআন ও হাদীস থেকে যুগ সমস্যার সমাধানে মৌলিক নীতিমালার পাঠদান।
# সরাসরি কেবল আরবী ফাতওয়া থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।
# ফিক্বহে হানাফীর ক্ষেত্রে পূর্ববর্তী মুফতী ও আকাবীরদের দৃষ্টিভঙ্গির আলোকে ফাতওয়া প্রদানের উসূল ও নীতিমালা শিক্ষাদান।
# ইত্তেবায়ে সুন্নত এবং মানবসেবায় অগ্রণী ভূমিকা পালনে অনুপ্রাণিত করা।
# তিন সেমিষ্টার ভিত্তিক তাদরীস-তামরীন ও মুতালাআ সমাপন।
# কম্পিউটার ও ইংরেজী ভাষার উপর মৌলিক ধারণা প্রদান, ইন্টারনেট ভিত্তিক মুতালায়া শিক্ষা
# সার্বক্ষণিক দক্ষ উস্তাদদের তত্বাবধানে সুচিবদ্ধ নিযামুল আওকাত অনুস্বরণ।
ভর্তি শুরু
৭ সেপ্টেম্বর-২০১১ ঈসাব্দ মোতাবিক ৮ ই শাওয়াল-১৪৩৩ হিজরী রোজ বুধবার থেকে।
পরিচালক
মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা
মুহাদ্দিস-জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা। মুহাদ্দিস-জামিয়া ইকরা ঢাকা।
সার্বিক যোগাযোগ
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা
১৩৮/৫/ডি জামতলা, পুর্ব রামপুরা, ঢাকা-১২১৯
Web : http://www.jamiatulasad.com
ফোন-০১৮১৮৭৩২৪৬৫,০১৮১৮৭৮১৩৮৩,০১৭২৩৭৮৫৯২৫,০১৭১৫১১৪৫৪৩