হুরমাতে মুসাহারা প্রসঙ্গে
নাম প্রকাশে অনিচ্ছুক,
দেশঃ বাংলাদেশ
আসসালামু আলাইকুম,
“কোন পুরুষ উত্তেজনা কামনা নিয়ে কোন নারীর গোপনাঙ্গের দিকে তাকালে সে নারীর মা এবং মেয়ে ঐ পুরুষের জন্য হারাম হবে।”
(ফাতহুল কাদীর, ৩য় খন্ড, পৃষ্ঠা ১৩১)
আমার প্রশ্ন হচ্ছে, কোন নারীর শরীর মোটা কাপড় দিয়ে আবৃত হলেও যদি তার অবয়ব বোঝা যায়, আর কেউ যদি সেদিকে উত্তেজনার সাথে দৃষ্টিপাত করে, তাহলে কি হুরমাত ই মুসাহারাত প্রযোজ্য হবে ?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ না , মোটা কাপড় দিয়ে আবৃত হওয়া সত্যেও গোপনাঙ্গের অবয়ব বুঝা গেলে হুরমতে মুসাহারা প্রযোজ্য হবে না।
শরয়ী দলীল
في الفتاوى الهندية: [ القسم الثاني المحرمات بالصهرية ]……(ج1ص340) والمعتبر النظر إلى الفرج الداخل هكذا في الهداية . وعليه الفتوى هكذا في الظهيرية وجواهر الأخلاطي . قالوا : لو نظر إلى فرجها وهي قائمة لا تثبت حرمة المصاهرة ، وإنما يقع النظر في الداخل إذا كانت قاعدة متكئة ، كذا في فتاوى قاضي خان ولو نظر إلى فرج امرأة بشهوة وراء ستر رقيق أو زجاج يستبين فرجها تثبت حرمة المصاهرة
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। ফাতাওয়া হিন্দিয়া-১/৩৪০
২। ফাতাওয়া কাজীখান -১/২১৯
৩। ফাতাওয়া শামী- ৪/১০৮-১১০
৪। আল মাবসূত লিস সারখসী-৪/১৯১( ভলি-২)
৫। হেদায়া- ২/২৮৯
৬। আল বাহরুর রায়েক- ৩/ ১৭৮
৭। ফাতহুল কাদীর-৪/২১৪-২১৫
والله اعلم بالصواب
উত্তর প্রদানে
(মুফতী) আরমান সাদিক
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী আব্দুল হাসিব দা. বা. মুফতী হাফীজুদ্দীন দা. বা.
মুফতী প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া