টাকার বিনিময়ে মসজিদে ইতেকাফে বসানো জয়েজ কিনা?
প্রশ্ন: টাকার বিনিময়ে মসজিদে ইতেকাফে বসানো জয়েজ কিনা?
بسم الله الرحمن الرحيم
জবাব: ইতিকাফ শরীয়তের একটি অন্যতম ফযীলতপূর্ণ ইবাদাত। এটি একটি কেবলি কায়িক ইবাদত। আর শারিরিক ইবাদত পূর্ণতার জন্য কাউকে প্রতিনিধি বানানো জায়েজ নয়। সুতরাং টাকার বিনিময়ে ইতিকাফে বসা জায়েজ নয়। টাকা দিয়ে ইতেকাফে বসানোও জায়েজ নয়। দ্বীনি বিষয়ে এতটা অলসতা কিছুতেই কাম্য নয় যে, স্বেচ্ছায় ইতিকাফে বসতে কোন মানুষ পাওয়া যায়না। আল্লাহ আমাদের দ্বীনের প্রতি মোহাব্বত দান করুন।
দলিল:
فى الفتاوى الشامية-الأصل أن كل طاعة يختص بها المسلم لا يجوز الاستئجار عليها عندنا لقوله عليه الصلاة والسلام { اقرءوا القرآن ولا تأكلوا به } وفي آخر ما عهد رسول الله صلى الله عليه وسلم إلى عمرو بن العاص { وإن اتخذت مؤذنا فلا تأخذ على الأذان أجرا } ولأن القربة متى حصلت وقعت على العامل ولهذا تتعين أهليته ، فلا يجوز له أخذ الأجرة من غيره كما في الصوم والصلاة هداية (الفتاوى الشامية-9/76)
প্রামান্য গ্রন্থাবলী
১. ফাতওয়ায়ে শামী-৯-৭৬
২. আল ফিক্বহ আলা মাযাহিবিল আরবাআ-৩/৯৬
৩. ফাতাওয়ান নাওয়াযিল-৩৭৬-৩৭৭
৪. খুলাসাতুল ফাতাওয়া-৩/১৪৪
৫. মাজমাউল আনহুর-৩/৪১৮
৬. আল জাওহারাতুন নায়্যিরাহ-১/৫৯১
৭. ফাতহুল কাদীর-৯/৯৮-৯৯
৮. ফাতওয়ায়ে মাহমুদীয়া-১৫/৩৩৬
والله اعلم بالصواب
উত্তর লিখনে
ফাতওয়া বিভাগ
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
প্রশ্ন করুনঃ –jamiatulasad@gmail.com