অসুস্থ্য ব্যক্তি বদলী হজ্ব করানোর পর সুস্থ্য হলে পুনরায় হজ্ব করতে হবে কি?
প্রশ্নঃ কোন এমন অসুস্থ যার দরুণ বদলী হজ্ব করানো জায়েয আছে, তাই সে বদলী হজ্ব করিয়েছে। অত:পর লোকটি আল্লাহর কুদরতী ফায়সালায় সুস্থ হয়ে গেলো। এখন তার উপর পূণরায় হজ্ব ফরজ কি না? উল্লেখ্য যে, উক্ত ব্যক্তি হজ্ব করার মতো অর্থসম্পদের মালিক।
. بإسمه تعالى
উত্তরঃ প্রশ্নোক্ত ব্যক্তির উপর পূণরায় হজ্ব ফরজ হবে না। যদিও পূণরায় হজ্ব করার মতো অর্থসম্পদের মালিক থাকে। কেননা সে এমন এক রোগে আক্রান্ত ছিলো যা থেকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিলো না। আল্লাহর কুদরতে কাকতালীয়ভাবে সে আরোগ্য লাভ করেছে। আর এজাতীয় রুগ্ন ব্যক্তির ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হলো যদি কোন সময় সুস্থ হয়ে যায় তাহলে পূণরায় তার উপর হজ্ব ফরজ হবে না।
তথ্যসূত্রঃ
১) ফাতাওয়া শামী (৪/১৫)
২) ফাতাওয়া আলমগিরী (১/২৫৭)
৩) কিতাবুল ফিকহ (১/৫৬৭)
৪) বাদায়েউস সানায়ে (২/৪৫৫)
৫) তাবয়ীনুল হাকায়েক (২/৪২৪)
৬) ফাতাওয়া নাওয়যেল (১৫৭)
৭) আল বাহরুর রায়েক (৩/১০৭)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
ইফতা বিভাগ-
জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা।