যে কোন মেসেজ পেলেই কি তা সবার মাঝে প্রচার করা যাবে?
মোঃ মুজাহিদ ইসলাম রায়হান
রংপুর, বাংলাদেশ
প্রশ্ন :কিছুদিন ধরে মোবাইলে কিছু মেসেজ আসছে l মেসেজ গুলোর ধরন এমন :
“মদিনা শরীফে ১ লাখ হাজী স্বপ্নে দেখেছেন হযরত মুহাম্মদ (স) বলেছেন, আমার উম্মতদের বলে দিও, তারা যেন কোরআন তেলাওয়াত করে এবং নামাজের তাগিদ দেয় l এই sms টি যারা ২০ জন কে দিবে তারা ৯ দিনের মধ্যে খুশির সংবাদ পাব l আর না দিলে ১৫ বছরেও কোন খুশির সংবাদ পাবেনা l এটা সত্য l”
(আমার বন্ধুরা sms টির প্রতি উৎসাহিত হয়ে সবাইকে send করছে l)
আমার প্রশ্ন হছে এরুপ sms কি প্রচার করা যাবে? আর না গেলে আশা করি এর বিপক্ষে যথাযথ ব্যবস্থা নিবেন l
بسم الله الرحمن الرحيم
উত্তর: কুরআন তেলাওয়াত করা ও নামাজে তাগিদ দেয়া নিঃসন্দেহে অত্যান্ত সয়াবের কাজ। এবং অন্যদেরকে উৎসাহ করা অনেক ভাল কাজ। কেউ যদি উৎসাহিত হয়ে এসকল কাজ করে তাহলে আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে। কিন্তু এই মেসেজে যে ঘটনার বর্ণনা দেয়া হয়েছে তা কতটুকু নির্ভর যোগ্য সেটা বিবেচনার বিষয়। এবং তা কোন মাধ্যমে এসেছে তা তদন্ত করে দেখতে হবে। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6
অর্থঃ হে মুমিনগন! কোন ফাসেক ব্যক্তি যদি তোমাদের কোন সংবাদ নিয়ে আসে, তবে ভাল্ভাবে যাচাই করে দেখবে; যাতে তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়ের ক্ষতি নাকরে বস। ফলে নিজেদের কুকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয়। ( সূরা হুজরাত- ৬)
হাদিসে এসেছে,
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع عن أبى هريرة قال
অর্থঃ আবু হুরায়রা রা. হতা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য এটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়”(মুকাদ্দামা সহীহ মুসলিম, হাদীস নং-৫)।
এমন ঘটনা আদৌ ঘটেছে কিনা তা দেখতে হবে। সাধারনত এমন ঘটনা ঘটে থাকলে মেসেজ ছাড়াও পত্র পত্রিকায় এবং যারা সমপ্রতি মদীনা যিয়ারত করে এসেছেন তাদের মুখেও শুনা যেত। আর একলাখ হাজী যে দেখেছেন তাদের গণনাটা কোন প্রতিষ্ঠা করল? কাজেই ঘটনা সত্য না হলে হাদিসের ভাষ্য অনুযায়ী মিথ্যাবাদি হতে হবে। আর মিথ্যা বলা ও প্রচার অনেক বড় গোনাহ। এছাড়া এ ঘটনা যদি সত্য হয়ে থাকে তবুও অন্যদের জন্য মেসেজ না পাঠালে ১৫ বছরেও খুশির সংবাদ পাবেনা, এমনটা প্রচার করা উচিৎ না। আর নবীগন ছাড়া অন্য কারো স্বপ্ন অন্যদের জন্য দলীল হয়না, ইমাম শাতিবী রহ. আল-ইতিসাম কিতাবে লিখেছেন,
الرويا من غير الأنبياء لا يحكم بها شرعا على حال إلا أن تعرض على ما في أيدينا من الأحكام الشرعية فإن سوغتها عمل بمقتضاها وإلا وجب تركها والإعراض عنها وإنما فائدتها البشارة أو النذارة خاصة وأما استفادة الأحكام فلا
সুতরাং এমনিতে উত্তম কাজের প্রতি উৎসাহিত করা যেতে পারে, কিন্তু ১লাখ হাজির স্বপ্ন,২০জনকে দিলে খুশির সংবাদ পাওয়া ও না দিলে ১৫ বছরেও না পাওয়া ইত্যাদি প্রচার কাজ কোন ভাবেই বৈধনা। সকল সৎকাজের সুসংবাদের কথাতো কুরআন হাদিসেই বলা আছে। আর নতুন কোন সুসংবাদ পেলে তা পরকালে আল্লাহর কাছেই পাবে।
. والله اعلم بالصواب
. উত্তর প্রদানে
. (মুফতী) আরমান সাদিক
. ইফতা বিভাগ
. জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
. সত্যায়ন সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
.মুফতী আব্দুল হাসিব দা. বা. মুফতী হাফীজুদ্দীন দা. বা.
. মুফতী প্রধান মুফতী
.জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
আলহামদুলিল্লাহ।সন্তষজনক উত্তর দেওয়ার জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক।-আমিন
Alhamdulillah. Uttor prodaner jonno dhonnobad. Allah apnader uttom protidan dan koruk.
Alhamdulillah…
আলহামদুলিল্লাহ, পড়েছি৷ ভালোও লেগেছে৷