প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা হালাল নাকি হারাম?
তানভীর আহমেদ
কিশোরগঞ্জ, বাংলাদেশ
প্রশ্নঃ আসসালামু আলাইকুম। আমি একজন সরকারি চাকরিজীবি। সরকারি চাকরিতে বেতনের একটা নির্দিষ্ট অংশ প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয় এবং একজন কর্মচারীর অবসরগ্রহণের পর তার উক্ত কেটে রাখা সমুদয় টাকা এবং তার উপরে সুদ যোগ করে কর্মচারিকে পেনশন হিসেবে প্রদান করা হয়। সরকারি চাকরিতে উক্ত সুদ গ্রহণ করা বা না করার দুটো সুযোগই কর্মচারীর আছে। এখন আমার প্রশ্ন হলো প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা হালাল নাকি হারাম? অনুগ্রহ করে দলিলসহ জানালে ভীষণ উপকৃত হবো।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের আছে,
১। বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড
২। সেচ্ছাপ্রনোদিত প্রভিডেন্ট ফান্ড
বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে কর্মচারির বেতনের নির্দিষ্ট একটি অংশ কেটে রাখা হয়; যাতে তার কোন ইখতিয়ার নেই। সরকার বাধ্যতামূলক ভাবে নিজস্ব রুল বা নিয়ম অনুযায়ীক কর্মচারীর নামে তার তহবিলে জমা রাখে। এ ফান্ডে তিনটি অংশ থাকে
(ক)মূলবেতন থেকে কর্তিত নির্দিষ্ট অংশ
(খ)সরকারের পক্ষ থেকে প্রতি মাসে বর্ধিত অংশ
(গ) উপরোক্ত অংশ দু’টির উপর বছরান্তে শতকরা হারে বর্ধিত অংশ
এ ক্ষেত্রে এই তিন প্রকার টাকার হুকুম এক। সূদের নামে যা দেয়া হয়, এগুলো মূলত সূদ নয়। বরং কর্মচারীর বেতনেরই অংশ। সুতরাং এগুলো গ্রহণকরা ও নিজ প্রয়োজনে ব্যবহার করা সবই বৈধ।
আর সেচ্ছায় যে প্রভিদেন্ট ফান্ড গ্রহণ করা হয়; তাতে সূদ হিসেবে তা থেকে বিরত থাকতে হবে। কেননা এটা সূদের সাথে সাদৃশ্য রাখে, তাই এটাকা গ্রহণ করা যাবেনা।যদি নেয়া হয়ে থাকে তাহলে সাওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে।
শরয়ী দলীল
في الدرالمختارمع ردالمحتار: (ج7 ص398-401) باب الربا :هو لغة: مطلق الزيادة، وشرعا: (فضل) ولو حكما فدخل ربا النسيئة والبيوع الفاسدة فكلها من الربا فيجب رد عين الربا قائما لا رد ضمانه، لانه يملك بالقبض. قنية وبحر (خال عن عوض)خرج مسألة صرف الجنس بخلاف جنسه (بمعيار شرعي) وهو الكيل والوزن فليس الذرع والعد بربا(مشروط) ذلك الفضل (لاحد المتعاقدين) أي بائع أو مشتر فلو شرط لغيرهما فليس بربا بل بيعا فاسدا (في المعاوضة) فليس الفضل في الهبة بربا
وفي فتاوى عثماني: (ج3ص308) جبری اور اختيارى دونوں كا حكم یہی ہے ۔ البتہ جو رقم اپنے اختيار سے کٹوائی گئی ہو اس پر ملنے والى زيادتى كو احطياطا صدقہ كردیں تو بہتر ہے۔
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। আদ্দুররুল মুখতার, ফাতাওয়া শামী সংলগ্ন-৭/৩৯৮-৪০১
২। ফাতাওয়া উসমানী ৩/৩০৮
৩। ইমদাদুল ফাতাওয়া ৩/১৪৮
৪। জাওয়াহিরুল ফিক্বহ ৩/২৫৮
.والله اعلم بالصواب
.উত্তর প্রদানে .
.মাওলানা আরমান সাদিক .
.ইফতা বিভাগ .
.জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
. সত্যায়ন সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
. মুফতী আব্দুল হাসিব দা. বা. মুফতী হাফীজুদ্দীন দা. বা.
. মুফতী প্রধান মুফতি
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
.
ইমেইল-jamiatulasad@gmail.com