স্ত্রী লোকের জন্য তার পিত্রালয় কি কসরের হুকুমের অন্তর্ভূক্ত?
প্রশ্নঃ স্ত্রী লোকের জন্য তার পিত্রালয় কি কসরের হুকুমের অন্তর্ভূক্ত?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ স্ত্রী লোকের নিজ পিত্রালয়ে পিতা-মাতা অথবা তাদের যে কোন একজন যদি জীবিত থাকে আর সেটা তার জন্মস্থান হয় তাহলে সেখানে সে কসর করতে পারবেনা। আর এঅবস্থা না থাকলে সেখানে কসর করবে।
শরয়ী দলীল
في الفتاوى الهندية:(ج1ص202) وطن أصلي وهو مولد الرجل أو البلد الذي تأهل به
وفي كتاب الفتاوى:(ج2ص468-469) حيدرآباد، جو آپ كا ميكه هے، اگر آپ كے والدين يا ان مين سے ايك يهاں
موجودهوں، يا آپ كى زمين و مكان يها هو توحيدرآباد آپ كا وطن هے ـ
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। ফাতাওয়া হিন্দিয়া- ১/২০২
২। আদ্দুররুল মুখতার(শামী সহ) ২/৬১৪
3।কিতাবুল ফাতাওয়া-২/৪৬৮-৪৬৯
৪।এমদাদুল আহকাম-১/৬৯৩
.والله اعلم بالصواب
.উত্তর প্রদানে
.মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক
.ইফতা বিভাগ
.জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
. সত্যায়ন সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
. মুফতী আব্দুল হাসিব দা. বা. মুফতী হাফীজুদ্দীন দা. বা.
. মুফতী প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
.ইমেইল-jamiatulasad@gmail.com