বাসা বাড়ির টেপ দিয়ে নাপাক পানি আসলে পুরা ট্যাংকি কী নাপাক বলে ধর্তব্য হবে?
প্রশ্ন: বর্তমান বাসা বাড়ির টেপ দিয়ে যদি নাপাক পানি আসি তাহলে ঐ পানি নাপাক হওয়ার কারণে পুরা ট্যাংকির পানিকে নাপাক ধরা হবে কি না?
জবাব:
بسم الله الرحمن الرحيم
নির্দিষ্ট কোন কামরার টেপ দিয়ে নাপাক পানি আসার কারণে পুরা ট্যাংকির পানিকে নাপাক সাব্যস্থ করা হবেনা। যতক্ষণ না প্রতিটি কামরার টেপ দিয়ে নাপাক পানি আসে, আর পানির গুনাগুণ তথা গন্ধ, স্বাদ এবং রং পরিবর্তন হয়ে যায়।
কেননা বর্তমান বাসাবাড়িতে পানি সরবরাহ করা হয় মূলত আন্ডারগ্রাউন্ড হাউজ ও ছাদে স্থাপিত ট্যাংকির মাধ্যমে। এই উভয় ট্যাংকিতে একদিকে পানি আসে এবং অপর দিক দিয়ে তা বাসাবাড়িতে পৌঁছে। তাই তা জারী(প্রবাহিত) পানির হুকুমে হবে। অর্থাৎ অল্প নাপাক পরিলক্ষিত হলে পুরা ট্যাংকি নাপাক হয়ে গেছে মর্মে হুকুম আরোপিত হবেনা। বরং যতটুকুতে নাপাক দেখা যাবে কেবল ততটুকুই নাপাক হয়েছে বলে ধর্তব্য হবে।
আর যদি প্রত্যেক ফ্ল্যাটের পাইপের পানিতেই নাপাক দেখা দেয়, আর ট্যাংকির মাঝেও পানির গুনাগুণ পাল্টে যায় তবে পুরা ট্যাংকি নাপাক হয়ে গেছে বলে সাব্যস্থ হবে।
দলিল:
وفى شرح معانى الآثار – عن راشد بن سعد قال قال رسول الله صلى الله عليه و سلم : الماء لا ينجسه شيء إلا ما غلب على لونه أو طعمه أو ريحه(شرح معانى الآثار-1/9)
وفي الولوالجية- الحوض الصغير إذا صار نجسا فدخل الماء من جانب وخرج من جانب آخر يطهر وإن لم يخرج بمثل ما فيه لأن الماء الجاري لما اتصل وخرج صار في حكم الجاري والماء الجاري طاهر إلا أن تستبين فيه النجاسة وقيد بالخروج لأن الحوض إذا كان عشرا في عشر فعلا ماؤه ووقعت فيه النجاسة ثم دخل فيه الماء فامتلأ ولم يخرج منه شيء لا يطهر لأنه كلما دخل فيه الماء تنجس(الفتاوى الولواجية- -1/31)
প্রামান্য গ্রন্থাবলী
১. তাহাবী শরীফ-১/৯
২. আল ফিক্বহ আলা মাজাহিবিল আরবাআ-১/২১
৩. ফাতওয়া আল ওয়াল ওয়ালিজিয়্যাহ-১/৩১
৪. ফাতওয়ায়ে শামী-১/৩৩৪-৩৩৮
৫. ফাতওয়ায়ে আলমগীরী-১/১৭
৬. ফাতওয়ায়ে তাতারখানিয়া-১/৯২
৭. আল জাওহারাতুন নায়্যিরাহ-১/৪৯
৮. মাজমাউল আনহুর-১/৪৬
৯.জাদিদ ফিক্বহী মাসায়িল-১/৭৭
والله اعلم بالصواب
উত্তর লিখনে
ফাতওয়া বিভাগ
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা
ডা: জাকির নায়েক সম্পর্কে কতটুকু জানেন । তার ফতোয়া এবং বক্তৃতা কী শুনতে পারি?
এখানে প্রশ্ন করুন jamiatulasad@gmail.com