দরিদ্র ব্যক্তি একবার হজ্জ করলে আবার করতে হবে কী?
প্রশ্নঃ আমদের এলাকার এক দরিদ্র লোক মানুষের বাড়ি বাড়ি চাঁদা তুলে হজ্জ করতে যায়।অথচ তখন তার উপর হজ্জ ফরজ ছিলনা। এখন সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, এখন তার পুনরায় হজ্জ করতে হবে কিনা?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ প্রশ্নোক্ত ব্যক্তি যেহেতু একবার হজ্জ করে ফেলেছে তাই উপর পূনরায় হজ্জ ফরজ হবেনা। বরং তার জন্য পূর্বের আদায়কৃত হজ্জটিই যথেষ্ট হয়ে যাবে।
শরয়ী দলীল
في بدائع الصنائع في ترتيب الشرائع – (ج2ص294) بخلاف الفقير لأنه لا يجب الحج عليه في الابتداء ثم إذا حج بالسؤال من الناس يجوز ذلك عن حجة الإسلام حتى لو أيسر لا يلزمه حجة أخرى ؛ لأن الاستطاعة بملك الزاد ، والراحلة ، ومنافع البدن شرط الوجوب ؛ لأن الحج يقام بالمال ، والبدن جميعا
তথ্যসূত্রঃ
১। বাদায়ে (২/২৯৪)
২। ফাতাওয়া আলমগীরী (১/২১৭)
৩। ফাতাওয়া আস-নাওয়াযেল (১৫৮)
৪। আল-জাওহারাতুন নায়্যিরাহ (১/৩৬৩)
৫। ফাতাওয়া শামী (৩/৪৫৯)
والله اعلم بالصواب
উত্তর প্রদানে
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
. সত্যায়ন সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
. মুফতী আব্দুল হাসিব দা. বা. মুফতী হাফীজুদ্দীন দা. বা.
. মুফতী প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া