ইন্টারনেটের বিভিন্ন সাইটে ভিজিট করার বিধান কি?
প্রশ্নঃ ইন্টারনেটের বিভিন্ন সাইট সমূহ যেমন: নিউজ সাইট, খেলা ও বিনোদন সাইট, লাইব্রেরী সাইট, সফওয়ার সাইট, ছবি ও ভিডিও সাইট, ফ্রি ডাউনলোড সাইট, পর্ণোগ্রাফী সাইট ইত্যাদি।এ সমস্ত সাইটে প্রবেশ,ভিজিট ও ডাউনলোডের ব্যাপারে শরয়ী হুকুম কি? জানালে ভালো হয়।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ যে সকল সাইট সম্পর্কে নিশ্চিতভাবে জানা থাকে, সেখানে ভিজিট করলে গোনাহ হবে। সে সকল সাইটে প্রবেশ ও ভিজিট করা জায়েজ নেই। গোনাহের আশংকা থাকলেও প্রবেশ করা ও ভিজিট করা থেকে বিরত থাকবে। যদি কোন সাইটে নাজায়েজ কিছু থাকে আর সেগুলোকে ব্লক করে বা অন্য কোন পন্থায় তাথেকে বিরত থেকে ভিজিট করা যায়, তাহলে খুব প্রয়োজন হলেই সেই পন্থাগুলো অবলম্বন করে অনেক সতর্কতার সাথে সে সাইট গুলো ভিজিট করবে, যেন কোন গোনাহে লিপ্ত না হতে হয়। আর যে সকল সাইটে ভিজিট করলে গোনাহ হবার কোন আশংকা না থাকে, সেগুলোতে ভিজিট করা বৈধ আছে। আর যদি কোন সাইট সম্পর্কে আগে থেকে জানা না থাকে; বরং সে সাইটে প্রবেশের পর নাজায়েজ বা অনাকাঙ্খিত কিছু নজরে চলে আসে তাহলে সাথে সাথে সে সাইট থেকে ফিরে আসবে। কোন সাইট থেকে ভাল ও বৈধ কোন জিনিস যেমনঃ তেলাওয়াত, ওয়াজ, ইসলামিক বই ইত্যাদি ডাউনলোড করলে কোন সমস্যা নেই। তবে নাজায়েজ ও অশ্লিল জিনিস ডাউনলোড করা জায়েজ নেই।
শরয়ী দলীল
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (النحل:
90)
من دعي إلى وليمة فوجد ثمة لعبا أو غناء……… ولو كان ذلك على المائدة لا ينبغي أن يقعد ، وإن لم يكن مقتدى به وهذا كله بعد الحضور ، وأما إذا علم قبل الحضور فلا يحضر — الفتاوى الهندية – (5 / 397)
عن ابن بريدة عن أبيه قال : يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة )ــ سنن الترمذي – رقم: 2777 (5 / 101)
– عن ابن بريدة عن أبيه قال قال رسول الله -صلى الله عليه وسلم- لعلى « يا على لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة »… سنن أبي داود للسجستاني – رقم: 2151 (2 / 212
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। সূরা নাহাল, আয়াত নং ৯০
২। সুনানে তিরমিযী, হাদীস নং ২৭৭৭
৩। সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৫১
৪। ফাতাওয়া হিন্দিয়া, ৫/৩৯৭
والله اعلم بالصواب .
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com
বর্তমানে যে অবস্থা বাঁচার কোন উপায় নাই। তবুউ বাঁচতে হবে।
পরামর্শের জন্য ধন্যবাদ।