মাদানী কমপ্লেক্সের ভিত্তি প্রস্থর স্থাপন
২৩শে ফেব্রুয়ারি’১৫ ঈসাব্দ মোতাবেক ৩রা জুমাদাল ঊলা ১৪৩৬হিজরী ১১শে ফাল্গুন ১৪২১ বাংলা রোজ সোমবার বাদ যোহর সময় হাফীজ নগর পূর্ব রাখির কান্দি মুন্সিগঞ্জে দেশ বরেণ্য আলেম উলামা ও স্থানীয় মুসল্লীদের নিয়ে মাদানী কমপ্লেক্সের ভিত্তি প্রস্থর রাখেন ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী রহ.এর সুযোগ্য খলীফা মুফতী হাফীজুদ্দীন দা.বা.
মাদানী কমপ্লেক্সের পরিকল্পনা
মসজিদ, মাদরাসা,খানকা এবং ধর্মীয় বহুমুখী কাজ আঞ্জাম দেয়ার উদ্দেশ্যে একটি বড় ধরণের কমপ্লেক্স প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
আন্তরিক দুআ ও সার্বিক সহযোগিতার আবেদন
মাদানী কমপ্লেক্সের কার্যক্রম বাস্তবায়নে ইতিমধ্যে অনেক ভাই সাধ্যমত জমি ও অর্থকড়ি দান করেছেন এবং অনেকে দান করার প্রতিস্রুতি দিয়েছেন। উক্ত মোবারক কাজে সকলের আন্তরিক দুআ ও সহযোগিতা কামনা করছি।
কোন ধর্মীয় প্রতিষ্ঠানে জমি প্রদান করাটা সদকায়ে জারিয়ার অন্যতম একটি উপায়। সুতরাং যে কোন মুসলমান উক্ত দ্বীনী প্রতিষ্ঠানে ১শতাংশ বা ২ শতাংশ অথবা এক গন্ডা (৮ শতাংশ) জায়গা বা তার মূল্য প্রদান করে উক্ত নেক কাজে শরীক হতে পারেন।
যোগাযোগঃ
০১৮১৮৭৩২৪৬৫, ০১৭৬৬৮১০০৭, ০১৭৩০৯৮২৭৯৪, ০১৮৫৭৩০০৭৭৩১, ০১৭১৬৩৭৯৯৪৯