এগিয়ে চলছে বয়স্ক শিক্ষা কার্যক্রম- তালীমুদ্বীন বিভাগ
আলহামদু লিল্লাহ! আল্লাহ তাআলার অশেষ মেহেরবানী ও দয়ায় জামিয়াতুল আস’আদের বিশেষ খেদমত, তালিমুদ্দীন বিভাগের কার্যক্রম অত্যান্ত সফলতার সাথে এগিয়ে চলছে। আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে জেনারেল শিক্ষার্থী ও দ্বীনী ইলম শিক্ষার প্রতি আগ্রহী ভাইদের কথা বিবেচনা করে সহজে দ্বীনী ইলম শিখার কার্যক্রম হাতে নেয়া হয়। তাদের সময় ও সামর্থের প্রতি লক্ষ্য রেখে সহজে দ্বীন শিখার উপযোগি করে নতুন আঙ্গিকে ৪ বছর মেয়াদী সিলেবাস প্রণয়ন করা হয়।এতে আরবী ভাষা থেকে সরাসরি কুরআন ও হাদীস বোঝার যোগ্যতা অর্জনের জন্য আরবী ভাষা শিখার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।এজন্য শুরুতেই আরবী ব্যকরণের সরফ ও নাহু শাস্ত্র অনুশিলন করে শিখানো হয়। সাথে সাথে আরবী কথোপকথন ও লিখনিরও চর্চা করানো হয়। আলহামদুলিল্লাহ আগে যাদের কাছে আরবী দূর্বোধ্য ভাষা ছিল এখন তাদের মুখে আরবির খই ফোটতে শুরু করেছে। কুরআন ও হাদীস আরবীতে পড়ার হিম্মত তৈরী হয়েছে। কুরআন ও হাদীস নিজে নিজে বুঝতে যেয়ে যেন পদস্খলনের শিকার না হতে হয়, তাই অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে কুরআনস-হাদীসের অনুবাদ, তাফসীর, হাদীসের ব্যখ্যা ও এগুলোর মূলনীতি আয়ত্ব করানো হয়। আমাদের আকাবীরদের কিতাবাদী থেকে যেন উপকৃত হতে পারে এজন্য আরবীর পাশাপাশি উর্দূ ভাষাও শিখানো হয়। শরীয়তের বিধি-বিধান সম্পর্কে যেন একদম অজ্ঞ না থাকতে হয়, এজন্য নির্ভরযোগ্য কিতাব থেকে ফিকাহ শাস্ত্র ও তার মূলনীতি পড়ানো হয়। শুধু পড়া লেখাই নয়, কুরআন ও হাদীস শিক্ষার পাশাপাশি এর আমলী রূপও যেন ব্যক্তি জীবনে চলে আসে তাই ইসলাহী তরবিয়তেরও ব্যবস্থা রাখা হয়েছে।
আলহামদুলিল্লাহ এই পাঁচ বছরে আপনাদের দোয়ার আমাদের এখান থেকে তালীমুদ্বীন বিভাগ পড়ুয়া তালেবুল ইলমদের এক ব্যাচের শিক্ষা সমাপ্ত হয়েছে। তাদের অনেকেই দাওরায়ে হাদীসে পড়া-লেখা করছে। এখন সকাল ও রাতে দুই ব্যাচে নতুন শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আপনাদের দোয়ায় তারাও একদিন কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।আমীন।
তালীমদ্বীন বিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন
০১৭৬২১২১০৯৩,০১৮১৮৭৮১৩৮৩
০১৮৪২৫৫৫৫৪২, ০১৭৯৩৬৬০৩০৮