হযরত মাওলানা ইবরাহীম পান্ডোর আফরিকী দা.বা. এর বাংলাদেশ সফরের সময়সূচী
বিসমিহি তায়ালা
শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া রহঃ-এর সুযোগ্য খলীফা, মূফতীয়ে আজম মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহি রহঃ এর জানেকশীন হজরত মাওলানা ইবরাহীম পান্ডোর আফরিকী দা.বা.-এর আগমন উপলক্ষ্যে।
সফরনামা
- ২৪/৩/২০১৫ (মঙ্গলবার) সন্ধ্যা ৭,০০টায় আগমন, এয়ারপোর্ট থেকে দক্ষিনখান, হজরত মাওলানা মামুন সাহেব দা.বা.-এর খানকায়। রাতে সেখানে অবস্থান।
- ২৫/৩/২০১৫ (বুধবার) সকালে আরজাবাদ মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান। সম্ভাব্য সকাল ১০টায় জামিয়া ইসলামিয়া মিরপুর-১ (আকবর কমপ্লেক্স) সংক্ষিপ্ত বয়ান ও দোয়া। ১১টায় দারুর রাশাদ মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান ও দোয়া। দুপুরে আরাম ওযায়ের সাহেবের বাসায়। আসরের নামাজ মিরপুর পূর্ব কাজীপাড়ায় (মূফতী ইমরান বিন ইলিয়াস-এর) বাইতুল মামুর জামে মসজিদে, বয়ান, বাইয়াত ও দোয়া। ইশা বাদ বয়ান দিলু রোড মাদরাসায়। রাতে আবস্থান জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া।
- ২৬/৩/২০১৫ (বৃহঃবার) বাদ ফজর বনশ্রী মারকাজুল উলূম মাদরাসায় দোয়া। ৮টায় জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে বয়ান (জিম্মাদার হেলাল সাহেব)। সম্ভব্য সকাল ৯.৩০মিনিটে শাহজাহানপুর মাওঃ সানাউল্লাহ সাহেবের মসজিদে দোয়া। সকাল ১০.০০টায় জামিয়া ইসলামিয়া দক্ষি্ণগাও মাদারটেক, বয়ান ও দোয়া। এরপর সম্ভব হলে ঢালকানগর হয়ে ফরিদাবাদ মাদরাসায় যোহরের নামাজ ও আরাম। তারপর যাত্রাবাড়ী দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদরাসায় দোয়া। জামেয়া আশরাফিয়ায় দোয়া। জামিয়া ইব্রাহিমিয়ায় (সাইনবোড) বায়ান ও রাত্রি যাপন।
- ২৭/৩/২০১৫ (শুক্রবার) কুমিল্লার উদ্দেশে রওনা। পথে ঝালকুড়ি মাদরাসায় দোয়া। কুমিল্লায় মরহুম মাওঃ সানাউল্লাহ সাহেবের কবর যিয়ারত। সারাদিন ও রাত্রি যাপন কুমিল্লায়। জিম্মাদার মাওঃ মোস্তফা সাহেব।
- ২৮/৩/২০১৫ (শনিবার) ফজরের পর ঢাকার উদ্দেশ্যে রওনা। যাত্রাবাড়ী মাহাদু শায়েখ ইলিয়াসে দোয়া। কাকরাইলে মুরব্বীদের সাথে সাক্ষাত। মূফতী বোরহান সাহেবের মসজিদে দোয়া। আজম সাহেবের বাসায়্ দুপুরে অবস্থান। বিকালে সুবহানিয়া মাদরাসায় বয়ান ও দোয়া। রাত্রিযাপন বারিধারা মাদরাসা।
- ২৯/৩/২০১৫ (রবিবার) বারিধারা মাদরাসা থেকে বারিধারা মাদরাসা। দেওভোগ মুন্সিগঞ্জ মাদরাসায় দোয়া। উত্তর কেওয়ার খালিকুর রহমান পীর সাহেবের বাড়ীর মাদরাসায় দোয়া। টিকরপুরের পথে রওয়ানা। পথিমধ্যে মূফতি জামাল সাহেবের (নতুন জেলখানার পিছনে) মাদরাসায় দোয়া। যোহরের নামাজ খাড়াকান্দি মাদরাসায়। টিকরপুর মাদরাসায় রাতে বয়ান ও রাত্রি যাপন।
- ৩০/৩/২০১৫ (সোমবার) সকালে টিকরপুরের পাশে সোনাহাজরা মাদরাসায় দোয়া। তারপর আল মাহমূদ ইসলামি কিন্ডার গার্ডেন পরিদর্শন। দুপুরে আরামের পর টিকিরপুর থেকে বারিধারা মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা। রাত্রিযাপন বারিধারা মাদরাসায়।
- ৩১/৩/২০১৫ (মঙ্গলবার) সারাদিন বারিধারায় অবস্থান, বাদ মাগরিব বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা।