জামিয়ার আজীবন বদরী কমিটির সদস্য হয়ে দ্বীনী খিদমায় অংশ নিন
السلام عليكم ورحمة الله وبركاته
বাদ সালাম,
মুহতারাম! খোদাভীরু ধর্মপ্রাণ ভাই ও বোনেরা! আল্লাহ তায়ালা আমাদেরকে এ দুনিয়াতে অনেক নিয়ামত ও অনুগ্রহের মাঝে নিমজ্জিত রেখেছেন। এর শুকরিয়া হিসেবে আমাদের উচিত আল্লাহর প্রিয় বান্দাদের সুন্দর আমলগুলো ধারণ করে নিজের আখেরাতের পথকে সুগম করা। আল্লাহর প্রিয় বান্দাদের এক জামাআত যারা বদর যুদ্ধে রাসূল সাঃ এর সাথে শরীক ছিলেন। সে যুদ্ধে শরীক থাকার বদৌলতে আল্লাহ তায়ালা তাঁদের উপর নিজ সন্তুষ্টি প্রকাশ করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বুখারী শরীফে সে সকল সাহাবীদের নামও উল্লেখ রয়েছে। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা হল তাদের নাম নিয়ে দু’আ করলে তা আল্লাহ তায়ালা কবুল করেন। তাদের সংখ্যা ছিল ৩১৩ জন।
সে ৩১৩ জনের সংখ্যার বরকত হাসিল করার মানসে কুরআন ও সুন্নাহর প্রচার-প্রসারের উদ্দেশ্যে জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা ৩১৩ জনের একটি আজীবন বদরী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
আসুন বৈধপন্থায় নিজ উপার্জন থেকে বাৎসরিক কিছু অনুদান করে এ ৩১৩ সংখ্যার তালিকায় নিজের নামটা সংযোজন করি। আল্লাহ তায়ালা যদি আমাদের এ সামান্যতম আমলটা কবুল করেন তা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হবে।
আজীবন বদরী কমিটির সদস্য হওয়ার নিয়মাবলী
১) বৎসের যেকোন সময় সদস্য হওয়া যাবে।
২) বাৎসরিক ২০০০/= (দুই হাজার টাকা),অথবা ৩০০০/= (তিন হাজার টাকা),অথবা ৫০০০/= (পাঁচ হাজার টাকা)
যথাক্রমে ক, খ, গ গ্রুপে আপনার নাম তালিকাভূক্ত করতে পারেন।
নিবেদক
মুফতী হাফীজুদ্দীন
পরিচালক
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা।
ফোন-০১৮১৮৭৩২৪৬৫
যে কোন প্রকার সাহায্য পাঠাবার ঠিকানা
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা
১৫০/সি, ওয়াপদা রোড,পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯
মোঃ হাফিজ উদ্দীন, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং -০২৪১১২০০২৬৪৭৫
আল আরাফা ইসলামী ব্যাংক , মৌচাক শাখা, ঢাকা