আল্লাহ তাআলা নিজ সম্পর্কে বহুবচনের শব্দ কেন ব্যবহার করেছেন?
প্রশ্নঃ আল্লাহ তো একজন একথাটি আমি মনে প্রানে বিশ্বাস করি কিন্তু আল্লাহ তায়ালা কুরা’আনে انزلنا শব্দটি কেন ব্যাবহার করেছেন?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ “انزلنا” শব্দটি বহুবচন। কুরআনে এরূপ বহুস্থানে আল্লাহ তাআলা এক বচনের স্থানে বহুবচন ব্যাবহার করেছেন। কিন্তু এরদ্বারা একমাত্র আল্লাহ তাআলাকেই উদ্দেশ্য নেয়া হয়েছে। তিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী বিধায় সম্মানের জন্যে এভাবে বলা হয়েছে। {فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا } “সমস্ত ইয্যত তো আল্লাহ্ই”(সূরা নিসাঃ১৩৯)
আরবী ও ফার্সী ভাষায় সম্মানার্থে একজনের ক্ষেত্রে এক বচনের স্থানে বহু বচন ব্যাবহার করা হয়েছে। যেমনঃ-আরবরা ছোট বা সমবয়াসীদের ক্ষেত্রে বলে كيف انت (শব্দটি একবচন) অর্থ তুমি কেমন আছ? সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে বলে كيف انتم (শব্দটি বহুবচন) অর্থ আপনি কেমন আছেন? ব্যক্তি একজন হয়া সত্তেও সম্মানার্থে বহুবচন ব্যাবহার করা হয়।যেমনঃ- বাংলা ভাষায় আমরা ছোটদেরকে বলি তুমি বা তুই। বড়দের ক্ষেত্রে বলি আপনি।
অতএব কুরআনে আল্লাহ তায়ালা বহুববচন ব্যাবহার করার কারণে এটা তাওহীদ বা একাত্তবাদের পরিপন্থী মনে করা চরম ভুল।
কেননা কুরআন ও হাদীসে ঈমানের ভিত্তি রাখা হয়েছে তাওহীদ বা একাত্ত্ববাদের উপর। যেমন কুরআনে বলা হয়েছে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ “হে নবী আপনি বলেদিন, তিনি অর্থাৎ আল্লাহ এক”।(সূরা ইখলাসঃ১) আরো বলা হয়েছে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ“আমরা কেবল তোমারই ঈবাদিত করি,এবং তোমারই নিকট সাহায্য চাই”।(সূরা ফাতিহাঃ৪)
আরো বলা হয়েছে, وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ “তোমাদের ইলাহ তিনি একক”।(সূরা বাকারাঃ১৬৩) হাদীস শরীফে বর্নিত হয়েছে যে,
عن ابن عمر، رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم ” بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، وصوم رمضان “ــ صحيح البخاري جـ1صـ6
হযরত ইবনে উমর রাযি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাচঁটি জিনিসের উপর। তার প্রথমটি হলো,একথার সাক্ষ্য প্রদান করা যে,আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই।
والله اعلم بالصواب .
উত্তর প্রদানে .
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com