ক্যামেরায় ছবি তোলা কি ছবি অঙ্কনের মাঝে গন্য হবে?
প্রশ্নঃ হাদীসেও ছবি অঙ্কনের বিষয়ে কঠোর হুশিয়ারি করা হয়েছে। ছবি তোলা কি ছবি অঙ্কনের মাঝে গন্য হবে?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ শরয়ী দলীলের মাধ্যমে প্রতীয়মান হয় যে ছবি তোলা ছবি অঙ্কনের মাঝে গন্য হবে। হাদীছে ছবি অঙ্কনের বিষয়ে কঠোর হুশিয়ারী, সব ছবির ক্ষেত্রে প্রযোজ্য। চাই ছবিটি ক্যামেরাবন্ধি ছবি হোক বা হাতে অঙ্কিত ছবি হোক। শরীয়াতের নীতি হল এই যে, যে জিনিস মৌলিকভাবে হারাম এবং শরীয়াত অসমর্থিত। যন্ত্র পরিবর্তনের কারণে হুকুম পরিবর্তন হয়না। যেমন শরাব হারাম, হাতে প্রস্তুত করা হোক বা আধুনিক মেশিনারির মাধ্যমে শরীয়ত ছবি বানানো এবং সংরক্ষণ নিষিদ্ধ ঘোষনা করেছে। সুতারাং ছবির নির্মাতা এই ছবি তুলির মাধ্যমে প্রস্তুত করেছে, না ক্যামেরাবন্দির মাধ্যমে করেছে; তাতে হুকুমের ক্ষেত্রে কোন পার্থক্য হবে না।
শরয়ী দলীল
أخرج الإمام البخاري بسند المتصل عن ابن عباس قال: سمعت محمدا صلى الله عليه وسلم يقول: «من صور صورة في الدنيا كلف يوم القيامة أن ينفخ فيها الروح، وليس بنافخ» (صحيح البخاري ـ جـ2صـ881، الرقم:5963
وفي تكملة فتح الملهم (جـ4صـ97-98) : كثير من علماء البلاد العربية، و جلهم أوكلهم في البلاد الهندية، قد أفتوا بأنه لافرق بين الصورة المرسومة و الصورة الشمسية في الحكم …..والواقع أن البفريق بين الصورة الشمسية لا ينبغي على أصل قوى، ومن المقرر شرعا أن ماكان حراما أو غيرمشروع في أصله لايتغير حكمه بتغير الآلة ـ
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১/বুখারী শরীফ- ২/৮৮১।হাঃ ৫৭২৯
২/মুসলিম শরীফ- ২/২০০, হাঃ ৫৪৭১
৩/ফাতাওয়ায়ে শামী- ২/৪১৬-১৭
৪/তাকমিলায়ে ফাতহুল মুলহিম- ৪/৯৭,৯৮
والله اعلم بالصواب
উত্তর প্রদানে .
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com