চলন্ত নৌকা, ট্রলার, লঞ্চ ইত্যাদিতে নামাজ পড়ার বিধান কী?
প্রশ্ন : চলন্ত নৌকা, ট্রলার, লঞ্চ ইত্যাদিতে নামাজ পড়ার বিধান কী?
بسم الله الرحمن الرحيم
উত্তর : চলন্ত নৌকা ট্রেলার ও লঞ্চে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে (সম্ভব হলে) নামাজ শুরু করতে হবে। এবং নামাজরত অবস্থায় কিবলা ঘুরে গেলে মুসল্লীদেরও ঘুরে যেতে হবে। যদি ঘুরে না যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ভীড় বা অন্য কোন কারণে ঘুরা সম্ভব না হয় তাহলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। চলন্ত যানবাহনে বিনা ওজরে বসে নামাজ পড়লে ইমাম আবু হানীফা রহ.এর নিকটে মাকরুহের সহিত সহীহ হয়ে যাবে। ওজর থাকলে কোন সমস্যা নেই।
শরয়ী দলীল
في إعلاء السنن عن ميمون بن مهران عن بن عمر قال سأل النبي صلى الله عليه وسلم عن الصلاة في السفينة فقال كيف أصلي في السفينة قال صل فيها قائما إلا ان تخاف الغرق. ( أخرجه الحاكم في المستدك.
في الهندية أما الصلاة في السفينة فالمستحب أن يخرج من السفينة للفريضة إذا قدر عليه.كذا في المحيط السرخسي و إذا صلي قاعدا في السفينة وهي تجري معالقدرة على القيام تجوز مع الكراهة عند أبي حنيفة رحمه الله .
তথ্যসূত্র:
ইলাউস সুনান,৪/২১০-১১
ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৩
আল বাহরুর নায়েক ২/২০৩
তাতারখানিয়া ১/৫২৮-২৯
ফাতাওয়া শামী ২/৫৬২
والله اعلم بالصواب
উত্তর প্রদানে .
মুফতী মোস্তফা কামাল .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com
nice jobab
..
.