কোন ব্যক্তি কসম দিলে তা পালন করা আবশ্যক কিনা?
প্রশ্নঃ কেউ যদি অন্য কাউকে বলে আল্লাহর কসম তুমি এই কাজটি কর না, তাহলে যাকে কসম দিয়েছে তার জন্যে তা পালন করা জরুরি কি না? আর তা করে ফেললে কাফ্ফারা দিতে হবে কি?
بسم الله الرحمن الرجيم
উত্তরঃ এমতাবস্থায় যাকে কসম দেয়া হয়েছে তার জন্য তা পালন করা আবশ্যক নয়,সুতরাং কসম দেয়া বিষয়টি যদি করে ফেলে তাহলে কাফ্ফারা দিতে হবে না।
বিঃ দ্রঃ-তবে এক্ষেত্রে উক্ত ব্যক্তির জন্য উত্তম হল, আল্লাহ তাআলার নামের সম্মানার্থে কসম দেয়া বিষয়টি না করা।
শরয়ী দলীল
في رد المحتار (جـ5صـ719-720) هذا ورأيت في الصيرفية: مر على رجل فأراد أن يقوم فقال والله لا تقم فقام لا يلزم المار شيء لكن عليه تعظيم اسم الله تعالى
اهـ…..الظاهر أن الأمر مثل النهي فإذا قال بالله أضرب زيدا اليوم لا يحنث بعدم ضرب
وفى الفتاواى التاتارخانية .(جـ6صـ24): رجل مرعلى رجل فأراد الممرور عليه ان يقوم للمار فقال المار”بالله اگر خيزى”فقال: لاتلزمه المار كفارة، لأن هذا الغو من الكلام
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১/ফাতওয়ায়ে শামী, ৫/৭১৯,৭২০
২/ ফাতওয়ায়ে তাতারখানিয়া, ৬/২৪
৩/আল মুহিতুল বুরহানী, ৬/৭৪
৪/ ফাতওয়ায়ে হিন্দিয়্যাহ, ২/৬৫
والله اعلم بالصواب .
উত্তর প্রদানে .
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com