হযরতুল আল্লাম হাবীবুর রহমান আযমী দা. বা. এর শুভাগমন
আলহামদুলিল্লাহ! ৪ মে’১৫ ইং রোজ সোমবার বিকাল ৪.২০ মিনিটে বাংলাদেশে আগমন করেন, দারুল উলূম দেওবন্দের সুনাম ধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাম হাবীবুর রহমান আযমী দা. বা.। এমহান ব্যক্তিত্ব জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়ার পরিচালক হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন সাহেবের দাওয়াতে ৮ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থান করছেন। এ সফরকালীন সময়ে হযরত বাংলাদেশের বিভিন্ন মাদরাসায় খতমে বুখারী, মুখতাসার বয়ান ও দু’আসহ বিভিন্ন দ্বীনি প্রোগ্রামে উপস্থিত থাকবেন। ১১মে’১৫ ইং সোমবার দিল্লির উদ্দেশ্যে রওয়ানা করবেন। হযরতের সফর যেন সুন্দর ভাবে সমাপন করতে পারেন এ ব্যপারে আমরা সকলের কাছে দু’আ প্রার্থী।