জামিয়াতুল আসআদে বিশেষ মেহমানদের আগমন ও মূল্যবান অভিব্যক্তি
আলহামদুলিল্লাহ। আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ৭ই মে’১৫ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার, জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকায় শুভাগমন করেছেন, উপমহাদেশের বিখ্যাত বিদ্যাপিঠ দারুল উলূম দেওবন্দের সুনাম ধন্য মুহাদ্দিস হযরাতুল আল্লাম হাবীবুর রহমান আযমী দা বা এবং শাইখুল আরব ওয়াল আজম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ এর দৌহিত্র হযরত মাওলানা মুফতী সালমান মানসূরপুরী দা বা। উভয় হযরত জামিয়ার ছাত্রবৃন্দ ও স্থানীয় উলামায়ে কেরামের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করেন এবং দুআ করেন। জামিয়ার সিলেবাস, শিক্ষা কার্যক্রম, নেজাম সহ যাবতীয় কার্যক্রম দেখে তারা অত্যান্ত খুশি হোন এবং লিখিত অভিমত প্রদান করেন।
মহতি এ জলসায় দেশবরেণ্য উলামায়ে কেরামের মাঝে উপস্থিত ছিলেন, মুফুতী মিজানুর রহমান সাঈদ সাহেব , জামিয়া শরইয়্যাহ মালিবাগের নায়েবে মুহতামিম হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব, শাইখুল হাদীস হযরত মাওলানা যাফর আহমদ সাহেব। ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতী আবু সাইদ সাহেব ও মুফতী আব্দুস সালাম সাহেব। হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আলী সাহেব এছাড়াও অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন তাদের পদার্পনে ধন্য হয়েছে জামিয়া। এই সৌভাগ্য শুধু জামিয়ার একার নয় বরং জামিয়ার সাথে সম্পর্ক ও ভালোবাসা রাখে এমন প্রত্যেক দ্বীন-দরদী ভাইয়ের জন্য।
আমরা সকলের কাছে দু’আ প্রার্থী তাদের মুবারক পদচারণায় জামিয়ার সংশ্লিষ্ট সকলের জীবন হোক বরকত ও কল্যাণময়। তাদের ইলম ও তাকওয়ার ছোঁয়া লাগুক আমাদের সকলের জীবনে। আল্লাহ আমাদের সকল কে কবুল করুক। আমীন।