রোজাবস্থায় ইনহিলার ব্যবহারের হুকুম কী?
প্রশ্নঃ রোজাবস্থায় ইনহিলার ব্যবহার করা যাবে কী?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ রোজাবস্থায় ইনহিলার ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে। কেননা ইনহিলার স্প্রে করার সময় যদিও শুধু গ্যসের মত মনে হয় প্রকৃতপক্ষে এতে দেহবিশিষ্ট তরল পদার্থ থাকে। আর স্প্রে করার এই তরল পদার্থ গলা দিয়ে পেটে চলে যায়। পেটে কোন দ্রব্য পৌছার কারণে রোজা ভেঙ্গে যায়। তাই ইনহিলার ব্যবহারে রোজা ভেঙ্গে যায়।
শরয়ী দলীল
في مراقي الفلاح شرح نور الإيضاح (ص: 254) أدخل دخانا بصنعه” متعمدا إلى جوفه أو دماغه لوجود الفطر هذا في دخان غير العنبر والعود وفيهما لا يبعد لزوم الكفارة أيضا للنفع والتداوي وكذا الدخان الحادث شربه وابتدع بهذا الزمان كما قدمناه
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। মারাকিল ফালাহ ৬৭৭
২। ফাতাওয়া শামী ৩/৪২১
৩। ফাতাওয়া কাগীখান ১/২১০
৪। খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩
৫। আল জাওহারাতুন নাইয়্যেরাহ ১/৩৪১
৬। ফাতাওয়া হক্বানিয়া ৪/১৭০
والله اعلم بالصواب
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক .
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
প্রশ্ন করুনঃ ইমেইলে-jamiatulasad@gmail.com
আচ্ছা ইনহেলারতো বাতাসজাতীয় একটি জিনিস।
এটা নাকে মুখে শাসখস্টজনিত কারণে ব্যবহার করার দরুণ যদি রোযা ভেঙ্গে যায়, তাহলে আমরা যে নরমাল শাস গ্রহণ করি এটাও তো পেটে যায়, তাহলে এতেও কি রোযা ভেঙ্গে যাবে?
উত্তরটি ভালোকরে দেখার জন্য অনুরোধ রইলো।